রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দল গঠন নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : কালবেলা
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : কালবেলা

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতা থেকে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি ঠিক না। আমরা এর আগেও স্পষ্ট করে বলেছি, রাজনৈতিক দল খোলার (গঠনের) অভিপ্রায় আমাদের এখনো নেই এবং এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তাদের কারো ক্ষমতায় যাওয়ার অভিলাষও নেই।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর তেরখাদিয়া এলাকায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা যারা এই অন্তর্বর্তী সরকারে আছি সবারই পেশাগত জীবন রয়েছে এবং তারা সবাই নিজ নিজ পেশায় ফিরে যেতে চাই। কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছেন সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অভ্যুত্থানে একদফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সে ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো জনগণের ম্যান্ডেটের আলোকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসত তাহলে ৭ জানুয়ারির নির্বাচনের আগেই আসত। সুতরাং আমি মনে করি, এই অভ্যুত্থান হয়েছে মূলত ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের জন্যই। দেশের জনগণ দেশকে যেভাবে গড়তে চাইবে, দেশ গঠনের যে প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে তার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে।

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, দেশ পুনর্গঠনের এই যাত্রায় যাতে রাজনৈতিক দলসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তা নিশ্চিত করব। আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষ থেকে যারা (আমি ও উপদেষ্টা মো. নাহিদ ইসলাম) ক্ষমতায় এসেছি, আমরা সরকারের যে দায়িত্ব সেটি পালন করছি। সমন্বয়করা দেশের সব জায়গায় নিয়ম করে যাচ্ছেন এবং দেশের মানুষের কথা শোনার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় রাজনীতিকরণের মাধ্যমে দখল এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। আমরা মনে করি, এগুলোর অবসান ঘটবে। আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যের তৈরি হয়েছিল সেটি থাকবে।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসিফ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১০

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১১

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১২

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

১৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১৪

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১৫

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

১৬

কালবেলা-এসএমসি ডায়াপার গোলটেবিল বৈঠক / সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশুর নিউমোনিয়া প্রতিরোধ

১৭

তিউনিসিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

১৯

যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

২০
X