রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দল গঠন নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : কালবেলা
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : কালবেলা

শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতা থেকে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি ঠিক না। আমরা এর আগেও স্পষ্ট করে বলেছি, রাজনৈতিক দল খোলার (গঠনের) অভিপ্রায় আমাদের এখনো নেই এবং এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তাদের কারো ক্ষমতায় যাওয়ার অভিলাষও নেই।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর তেরখাদিয়া এলাকায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা যারা এই অন্তর্বর্তী সরকারে আছি সবারই পেশাগত জীবন রয়েছে এবং তারা সবাই নিজ নিজ পেশায় ফিরে যেতে চাই। কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছেন সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অভ্যুত্থানে একদফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সে ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো জনগণের ম্যান্ডেটের আলোকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসত তাহলে ৭ জানুয়ারির নির্বাচনের আগেই আসত। সুতরাং আমি মনে করি, এই অভ্যুত্থান হয়েছে মূলত ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের জন্যই। দেশের জনগণ দেশকে যেভাবে গড়তে চাইবে, দেশ গঠনের যে প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে তার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে।

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, দেশ পুনর্গঠনের এই যাত্রায় যাতে রাজনৈতিক দলসহ সব স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তা নিশ্চিত করব। আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষ থেকে যারা (আমি ও উপদেষ্টা মো. নাহিদ ইসলাম) ক্ষমতায় এসেছি, আমরা সরকারের যে দায়িত্ব সেটি পালন করছি। সমন্বয়করা দেশের সব জায়গায় নিয়ম করে যাচ্ছেন এবং দেশের মানুষের কথা শোনার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় রাজনীতিকরণের মাধ্যমে দখল এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। আমরা মনে করি, এগুলোর অবসান ঘটবে। আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যের তৈরি হয়েছিল সেটি থাকবে।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসিফ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় প্রাণ গেল নবজাতকের

বিয়ের অনুষ্ঠানেই বিশাল টাকার মালিক দম্পতি, স্কুল নির্মাণে দান করলেন দেড় কোটি

স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দিয়ে মোদির রেকর্ড

মেসির চেয়েও বেশি বিক্রি হচ্ছে সন হিউং মিনের জার্সি!

সাজেকে যাচ্ছিলেন ৬ বন্ধু, অতঃপর...

বর্জ্যপানি বিশ্লেষণ / মেথ, কোকেইন ও হেরোইন ব্যবহারে নতুন রেকর্ড

জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে ডিএনসিসির চিঠি

বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই : ড. ইউনূস

গণমাধ্যমে লুকিয়ে থাকা গণহত্যার সহযোগীদের দ্রুত বিচার দাবি জেআরজেএর

নির্বাচনের আগে রাকসুর ফান্ড নিয়ে যত প্রশ্ন

১০

সিপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ সাকিব

১১

যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু

১২

পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ৮ চাঁদাবাজ আটক 

১৩

বিমানের ভেতরে সিগারেট ধরিয়ে আসনের কভার জ্বালানোর চেষ্টা যুবতীর!

১৪

এনসিপি থেকে ২৫ নেতাকর্মীর পদত্যাগ

১৫

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

১৬

সিলেটে খাল থেকে ভারতীয় নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার

১৭

এবার পাকিস্তানকে মোদির কঠোর হুঁশিয়ারি

১৮

ইলিশ খেলে দূরে থাকবে এই কঠিন ৪ রোগ

১৯

১৫ আগস্ট : টিভিতে আজকের খেলা

২০
X