রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

পাটের দামে খুশি চাষিরা

বিক্রির জন্য বাজারে পাট নিচ্ছেন চাষিরা। ছবি : কালবেলা
বিক্রির জন্য বাজারে পাট নিচ্ছেন চাষিরা। ছবি : কালবেলা

রাণীনগরে চলতি মৌসুমে সোনালি আঁশ খ্যাত পাটের দাম ও ফলন ভালো পাওয়ায় খুশি চাষিরা। কৃষি উপকরণের দাম কিছুটা কম পাওয়া গেলে এ লাভের পরিমাণ আরও বাড়বে বলে জানান চাষিরা।

৮০’র দশকে সোনালী আঁশ খ্যাত দেশি পাটের চাহিদা জমজমাট ছিল। ঠিক সে সময় খুলনা ক্রিসেন্ট জুট মিলের একটি ক্রয়কেন্দ্র রাণীনগরে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা কারণে বিগত সরকার রাণীনগরে এই পাটকেন্দ্রটি বন্ধ করে দেওয়ার একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর জমিজমাসহ বিশাল অবকাঠামো বিক্রি করে দেওয়া হয়।

এরপর থেকে এ অঞ্চলের পাটচাষিরা পাটের আবাদ করলেও বিক্রি করার সময় মৌসুমি ফরিয়াদের কাছে জিম্মি হয়ে পড়ে। ফলে তারা আশানুরূপ দাম কখনো পেতেন না। কিন্তু চলতি মৌসুমে হঠাৎ করে পাটের মূল্য ভালো পাওয়ায় চাষিরা খুশি।

ধারণা করা হচ্ছে- আগামী মৌসুমে এ অঞ্চলের পাট চাষের পরিমাণ বৃদ্ধি পাবে। এর মধ্যে উপজেলার মাঠে মাঠে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কয়েক দিনের বৃষ্টিতে পাট শুকানো নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে চাষিদের। গত বছরের তুলনায় এ বছর পাটের দাম বেশি হওয়ায় খুশি চাষিরা। মঙ্গলবার উপজেলার ত্রিমোহনী হাটে মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ২শ থেকে শুরু করে ৩ হাজার ৬শ টাকা দরে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই মৌসুমে ৮টি ইউনিয়নে প্রায় ৫৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বিগত বছরগুলোতে ভালো বাজার মূল্য না পাওয়ায় চাষিরা পাট চাষের জন্য বেশি মনোযোগ ছিলেন না। এবারে পাটের দাম ও ফলন ভালো পাওয়ায় আগামী মৌসুমে পাট চাষ বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।

উপজেলার দূর্গাপুর গ্রামের চাষি রতন খান বলেন, আমি ধান চাষের পাশাপাশি প্রায় ৬ বিঘা জমিতে পাট চাষ করেছি। পাটের ফলন ও বাজার দর ভালো পেয়েছি।

নওগাঁ সদর উপজেলার গাংজোয়ার গ্রামের মৌসুমি পাট ব্যবসায়ী লিটন বলেন, আমি বেশ কয়েক বছর আগে থেকে পাটের ব্যবসা করি। বিগত দিনে পাটের মূল্য চাষিরা ভালো পায়নি। এবার পাটের বাজার দর ভালো আছে।

রাণীনগর কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা হক বলেন, পাটের চাষ বৃদ্ধির লক্ষ্যে আমরা বিনামূল্যে উন্নতমানের পাটবীজ দিয়েছি। আমাদের পরামর্শে চাষিরা সঠিক সময়ে পাটচাষ শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় রাণীনগরে পাটচাষ ভালো হয়েছে। এ মৌসুমে প্রায় ৫৫ হেক্টর জমিতে পাটচাষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী / ‘দেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা সবার কাছে পৌঁছে দেব’

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা পাঠকপ্রিয়তা অর্জন করেছে’ 

কলেজে নেই শিক্ষক, ৮ শিক্ষার্থীর সবাই ফেল

ফল খাওয়া নিয়ে ৫ ধারণা — বিজ্ঞান যা বলে

উইন্ডিজ সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা এলেন 

কীভাবে কাজ করবেন, জানালেন নবনির্বাচিত রাকসু ভিপি

১০

ভারতের পুলিশ কর্মকর্তার ঘুষকাণ্ড, কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ

১১

বর্ণিল আয়োজনে বগুড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

শেরপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা / ‘কালবেলা এখন মানুষের কাছে নির্ভরযোগ্য গণমাধ্যম’

১৩

গাজীপুরে ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ

১৫

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

১৬

থানচিতে খুদে সাংবাদিকদের সঙ্গে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫ শুরু

১৮

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

দাড়ি থাকা পুরুষদের প্রেমে কেন পড়ে নারীরা?

২০
X