গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বাসভবনে পুলিশ দিয়ে হয়রানির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখা নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে হয়রানি করতে তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এর আগে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের বরিশাল জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের আহ্বায়ক ফয়সাল ফরহাদ, পিরোজপুর জেলার আহ্বায়ক আনিসুর রহমান মুন্না, বরিশাল সদর উপজেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া সিকদার প্রমুখ।
মন্তব্য করুন