রংপুর থেকে একাধিক ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছিলেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, এর আগেও অনেকে রাষ্ট্রপতি ছিলেন, একাধিক ব্যক্তি রাষ্ট্রপতি ছিলেন, ক্যাই দিছে বাহে, রংপুরের মানুষ সেটা জানে। আর ঘরের বউ শেখ হাসিনা কী দিয়েছেন সেটাও রংপুরের মানুষ জানে।
বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
স্বপন বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি ঘরের বউ লক্ষ্মী হয়, ঘরের বউ ভালো হয় তাহলে তিনি লক্ষ্মী টেনে আনেন শ্বশুরালয়ে। রংপুরের মানুষ আমরা সৌভাগ্যবান, আমাদের ঘরের বউ, শেখ হাসিনা। তিনি রংপুরের চেহারা বদলে দিয়েছেন। এজন্য বাংলাবান্ধা থেকে গোবিন্দগঞ্জ, বুড়িমারী থেকে হাকিমপুর হিলি পর্যন্ত সমগ্র বিভাগ জেগে উঠেছে শেখ হাসিনার আগমন উপলক্ষে।
সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন’ নাটক থেকে 'জাগো বাহে কোনঠে সবায়' উদ্ধৃত করে স্বপন বলেন, আসছে নির্বাচন, সামনের এই নির্বাচনে ৩৩টি আসনে নৌকা মার্কায় উপহার দিয়ে প্রমাণ করব রংপুরের মানুষ অকৃতজ্ঞ নয়। রংপুরের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে।
রংপুরের সন্তান ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছেন উল্লেখ করে স্বপন বলেন, ইতোমধ্যে দেশ ডিজিটাল হয়েছে। তিনি শুধু রংপুরের গর্ব নন, সারা বাংলাদেশের গর্ব। তার আলোয় আলোকিত হয়েছে, সারা বাংলা ডিজিটাল হয়েছে। তার হাত ধরেই স্মার্ট বাংলাদেশ হবে, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
মন্তব্য করুন