নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাছতলায় বসা নিয়ে দ্বন্দ্বে কলেজে বহিরাগতদের হামলা

নেত্রকোনায় আবু আব্বাস ডিগ্রি কলেজে বহিরাগতরা হামলা চালায়। ছবি : কালবেলা
নেত্রকোনায় আবু আব্বাস ডিগ্রি কলেজে বহিরাগতরা হামলা চালায়। ছবি : কালবেলা

শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও বহিরাগতদের হামলার প্রতিবাদে প্রতীকী সড়ক অবরোধ করেছে নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা শহরের পৌরসভা ও প্রেসক্লাব সংলগ্ন মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নেন।

জানা গেছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবু আব্বাস ডিগ্রি কলেজের চত্বরে একটি গাছতলায় বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র কলহে জড়িয়ে পড়ে কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। ঘটনার দিন এক পক্ষ নিজেদের সিনিয়র দাবি করে সেই গাছতলা থেকে অপরপক্ষকে চলে যেতে বলেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

ঘটনার জেরে এক পক্ষ বহিরাগতদের সাহায্য নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়। কলেজ কর্তৃপক্ষ জরুরি সেবায় ফোন দিলে পুলিশ গিয়ে একজন বহিরাগতকে গ্রেপ্তার করেন ও অনান্য অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।

ছাত্ররা সে সময় পুলিশকে প্রথমে ৬ ঘণ্টা, পরবর্তীতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অনান্য অভিযুক্তদের আটক করতে না পারায় কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পৌর অঞ্চলের অনান্য স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড় হতে শুরু করে। পরে তারা একটি মিছিল নিয়ে পৌরসভা ও প্রেস ক্লাবের সংযোগ মোড়ে অবস্থান করে রোগীবাহী ব্যাতীত সব যান চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় তিনিসহ অন্যান্য শিক্ষকরা একটি দাপ্তরিক মিটিংয়ে কলেজেই অবস্থান করছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি ও অনান্য শিক্ষকরা এই সংঘর্ষ প্রতিহত করতে গেলেও কোনো পক্ষই তাদের কথা মানছিলেন না। তখন জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে পুলিশকে তলব করা হয়। এ বিষয়ে সেদিনই কলেজের সামনে একটি মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী ও কলেজের শিক্ষকরা। পরবর্তীতে পুলিশ এসে কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বহিরাগতদের চিহ্নিত করে।

নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১০

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১১

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১২

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৩

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৪

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৫

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৬

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৭

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৮

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৯

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

২০
X