তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের রায়ের বিরুদ্ধে শরীয়তপুর জেলা যুবদল বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
বুধবার (২ আগস্ট) বিকেলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ-এর বাড়ির সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করে জেলা যুবদল। মিছিলের জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হতে থাকে। পুলিশ তাদের উপস্থিতি টের পেয়ে যুবদল নেতার বাসভবনের প্রধান ফটকে অবস্থান করলে তাদের মিছিল পণ্ড হয়ে যায়।
আরও পড়ুন: তারেক-জুবাইদার জেল হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদুৎ বলেন, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে কোর্ট ফরমায়েশি রায় দিয়েছেন। সেই রায়ের প্রতিবাদে জেলা যুবদলের নেতারা মিলে আমার নিজ বাসভবনে বসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিলাম। সে কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীরা আমার বাসায় জড়ো হতে থাকলে পুলিশ আমার বাসার মূল ফটকে দাঁড়িয়ে থেকে আমাদের নেতাকর্মীদের বিচ্ছিন্ন করে দেয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ কেমন আচরণ?
তিনি অনতিবিলম্বে দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে এ রায় বাতিল করার আহ্বান জানান। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানান।
মন্তব্য করুন