সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কোনো ভয়-ভীতি নিয়ে নয়, দুর্গাপূজা হবে উৎসবের’

আশুলিয়ায় হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন দেওয়ান ডা. মো. সালাউদ্দিন। ছবি : কালবেলা
আশুলিয়ায় হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন দেওয়ান ডা. মো. সালাউদ্দিন। ছবি : কালবেলা

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে পালন করতে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক দেওয়ান ডা. মো. সালাউদ্দিন। তিনি বলেন, পূজায় কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট এলাকায় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যতদিন উৎসব চলবে, ততদিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তার কাজে সহযোগিতা করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে সাবেক এই সাংসদ যোগ করেন, অন্য দলের চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই হবে না। গত ১৫ বছর যারা চাঁদাবাজি সন্ত্রাসী করে জনগণের ওপর অত্যাচার করেছে, আমাদের দলে তাদের ঠাঁই হবে না। অন্য দলের চাঁদাবাজ সন্ত্রাসীদের পুনর্বাসিত করার চেষ্টা করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিতে যোগ্য নেতাকর্মীর অভাব নেই। সুতরাং অন্য দলের সন্ত্রাসীদের গণমানুষের এই দলে জায়গা দিয়ে দল ভারি করার কোনো সুযোগ নেই।

এসময় তিনি আরও বলেন, আমি একাধিকবার নির্বাচন করেছি। গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আল্লাহ চাইলে এবারও সাধারণ মানুষের মেন্ডেট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চাই।

সালাহউদ্দিন বলেন, আজকে মঞ্চে যে-সব নেতা রয়েছে তাদের প্রত্যেকের নামে মামলা হয়েছে। আমার নামে এখনও ৫৩টি মামলা রয়েছে। আমিও তিনবার জেল খেটেছি। দেশে এখন নতুন সরকার এসেছে। সব ধরনের সংস্কারের এই সরকারকে সহযোগিতা করতে হবে। অন্যথা গণতান্ত্রিক উপায়ে নিজের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে বেগ পেতে হবে।

এসময় বক্তব্যে সালাউদ্দিন বাবু বর্তমান সরকারকে সহযোগিতার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো শহীদ শ্রাবণ গাজী ও মোহাম্মদ সিয়ামের পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়।

এ মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম, আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি রকিব দেওয়ান, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আ. খালেক, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. তমিজ উদ্দিন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

১০

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

১১

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

১২

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

১৩

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

১৪

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

১৫

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

১৬

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

১৭

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

১৮

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১৯

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

২০
X