গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভুল রক্ত প্রয়োগে গর্ভের শিশুর মৃত্যু, ক্লিনিক সিলগালা

নাটোরের গুরুদাসপুরে নিউ আলপনা ক্লিনিক সিলগাল। ছবি : কালবেলা
নাটোরের গুরুদাসপুরে নিউ আলপনা ক্লিনিক সিলগাল। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে নিউ আলপনা নামে একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চাঁচকৈড় রসুল হাঁটায় অবস্থিত ক্লিনিকটি সিলগালা করা হয়। এর আগে ক্লিনিকটিতে সাথী খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বার শরীরে ভুল রক্ত প্রয়োগ ও গর্ভের প্রায় ৯ মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

নাটোরের সিভিল সার্জন মশিউর রহমান স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো.আসাদুল ইসলাম এ পদক্ষেপ নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার সুজাউদ্দৌলা ও এসআই মাসুদ রানা উপস্থিত ছিলেন।

জানা যায়, রোববার (২২ সেপ্টেম্বর) সকালে প্রায় ৯ মাসের অন্তঃসত্ত্বা সাথী অসুস্থ হয়ে পড়লে আলপনা ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করে ‘এ পজেটিভ’ বলা হয়। তাৎক্ষণিক এক ব্যাগ রক্ত সাথীর শরীরে প্রয়োগ করে ক্লিনিক কর্তৃপক্ষ।

রক্ত প্রবেশের পরপরই সাথী অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে বন্ধ হয়ে যায় গর্ভের শিশুর নড়াচড়া। পরিস্থিতি খারাপ হলে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্ত্রী সাথী খাতুনকে গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসোনাগ্রাফি পরীক্ষার পর জানতে পারেন স্ত্রীর শরীরে ভুল রক্ত প্রয়োগ করায় গর্ভের সন্তান মারা গেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাথী খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। সাথী খাতুন গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি গ্রামের আব্দুস সালাম মণ্ডলের মেয়ে।

উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. আসাদুল ইসলাম কালবেলাকে বলেন, অন্তঃসত্ত্বা সাথীর শরীরে ভুল রক্ত দেওয়ার ঘটনায় নিউ আলপনা ক্লিনিকে অভিযান চালানো হয়। ওই সময় কাউকে না পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন কালবেলাকে বলেন, মৃত শিশুর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রীর বাসায় মিলল যুবকের লাশ

ম্যাচ চলাকালে আঘাত পেয়ে প্রাণ গেল তরুণ খেলোয়াড়ের

তারেক রহমানের পক্ষে ১০টি পূজামণ্ডপে ইঞ্জিনিয়ার আমিনুরের অনুদান

৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা

ইনকা সাম্রাজ্যের দেশে জেন-জি ঢেউ, চাপে প্রেসিডেন্ট

ভারত থেকে কার ভয়েস মেসেজ পেলেন নওশাবা?

‘প্রেম আমার’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন হৈমন্তী

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯: আইজিপি

সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. ইউনূস

পূজা ঘিরে গাজীপুরে ভোটের হাওয়া, সম্প্রীতির বার্তা নেতাদের

১০

ইসলামী আন্দোলনের ১২ দিনের কর্মসূচি ঘোষণা

১১

মতামত ছাড়াই বিভাগের সিদ্ধান্ত / প্রাক নিকার সচিব কমিটিকে লিগ্যাল নোটিশ

১২

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

১৩

ক্ষমা চাইলেন লিটন দাস

১৪

‘কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে’

১৫

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’ 

১৬

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ২৪ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৭

গবেষণা / টুথব্রাশ কতদিন পর বদলাবেন?

১৮

বিচ্ছেদের পথে নিকোল-আরবান

১৯

ইসরায়েলকে নিষিদ্ধ করতে মঈন আলীসহ ৫০ খেলোয়াড়ের চিঠি

২০
X