চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক রুহুল আমিন গাজীর দাফন সম্পন্ন

রুহুল আমিন গাজী। পুরোনো ছবি
রুহুল আমিন গাজী। পুরোনো ছবি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজীর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর হরিনা চৌরাস্তা সংলগ্ন লক্ষীপুর মৃধা বাড়ি হাফেজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিকভাবে তাদের কবরস্থানে দাফন করা হয়।

বুধবার রাতে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় বীর মুক্তিযোদ্ধা ও পেশাজীবী সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর প্রথম জানাজা বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে শেষ করে দ্বিতীয় জানাজা চাঁদপুরে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক উদ্যোগে চাঁদপুরে তার নিজ এলাকায় পারিবারিক উদ্যোগে চাঁদপুরে তার নিজ এলাকায় দাফন কাজ সম্পন্ন করা হয়। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি।

জানাজার আগে রহুল আমিন গাজীর ছেলে আদনান আবরার বলেন, আমার বাবা সবসময় সত্য কথা বলার চেষ্টা করতেন। তিনি সবসময় দেশ এবং মানুষের জন্য কাজ করার কথা বলতেন। আর কোনোদিন আমার বাবা আমাকে ডাকবেন না। কর্মজীবনে যদি বাবা কোনো ভুল ত্রুটি করে থাকেন আপনারা আমার বাবকে ক্ষমা করবেন।

এ সময় জানাজায় গণমাধ্যম ব্যাক্তিরা ছাড়াও রাজনৈতিক নেতা ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনি রাজধানীর বিআরবি হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রুহুল আমিন গাজী কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। বিশিষ্ট এ সাংবাদিক ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে দীর্ঘদিন কারাবরণ করেন, যার ফলে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন।

রুহুল আমিন গাজী চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী কফিল উদ্দিন এবং মা আয়েশা খাতুন।

তিনি চতুর্থ মেয়াদে বিএফইউজে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগে প্রবীণ এ সাংবাদিক বিএফইউজে মহাসচিব, ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাংবাদিকদের মজুরি বোর্ড গঠন ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সাংবাদিকদের অধিকার আদায়ে অনেক অবদান রাখেন। আওয়ামী লীগের শাসনামলে ১৭ মাসেরও বেশি সময় ধরে তিনি কারাগারে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X