নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টাকার জন্য সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন মা!

গাছের সঙ্গে শিশুটিকে বেঁধে রাথা হয়। ছবি : কালবেলা
গাছের সঙ্গে শিশুটিকে বেঁধে রাথা হয়। ছবি : কালবেলা

স্বামীর কাছ থেকে টাকা আদায়ের জন্য শিশু সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন মা। তা আবার ভিডিও করে পাঠিয়েছেন স্বামীর মোবাইলে। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।

স্বামী তুষার মিয়ার কাছে পাঠানো গত ২৪ সেপ্টেম্বরের ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির মা সরুফা আক্তার তার বাবার বাড়ির সামনের রাস্তার ওপর নিজের সন্তানের মুখে কালো কাপড় দিয়ে আটকিয়ে শিশুটিকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে নির্যাতন করছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির পিতা মো. তুষার মিয়া। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মো. আলী হোসেনের মেয়ে সরুফা আক্তারের সঙ্গে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামের ফারুক মিয়ার ছেলে তুষারের সঙ্গে বিয়ে হয়। ফাতেমা আক্তার নামে তাদের ১৮ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। আড়াই বছর সংসার করার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের কারণে স্ত্রী সরুফা আক্তার দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছে।

সম্প্রতি সরুফা আক্তার তার স্বামীর কাছে ২ লাখ টাকা দাবি করে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু সরুফার স্বামী তুষার মিয়া এ টাকা দিতে রাজি না হওয়ায় সরুফা তার শিশু সন্তানকে হত্যা করে লাশ গুম করে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দেয়। পরে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরুফা আক্তার তার ব্যবহৃত ইমু নম্বর থেকে তার স্বামীর মোবাইলে শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার একটি ভিডিও পাঠান।

শিশুটির বাবা তুষার মিয়া জানান, ভিডিওটি সরুফা আমার ইমোতে পাঠিয়েছে এবং বলেছে এটাই শেষ না, আরো দেখবি। আমার সন্তানের এমন ভিডিও দেখে আমি ইব্রাহিমপুরে ছুটে এসেছি। আজ সামাজিকভাবে আমাদের ছাড়াছাড়ি হয়েছে।

শিশুটির মামা কামরুল জানান, ভিডিওটি প্রথমে দেখে মনে হয়েছিল এটি টিকটক হবে। পরে দেখি এটি আমার ভাগনি। সঙ্গে সঙ্গেই আমরা বাড়িতে চলে এসেছি। একটি শিশুর সঙ্গে এমন ঘটনা আসলে দুঃখজনক। এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে শিশুটির মা সরুফা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন ভূইয়া কালবেলাকে বলেন, আজ বিকেলে লোক মুখে ঘটনাটি শুনেছি। শিশু সন্তানকে মা গাছে বেঁধে নির্যাতন করেছেন। আশা করবো আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উঠে আসবে।

নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের কালবেলাকে বলেন, এমন একটি বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এটি পারিবারিক বিরোধের কারণে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষাণা

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

ফ্রেন্ড জোন থেকে বের হওয়ার ৪ উপায়

১০

‘ব্যবসায়ী’ আমির হামজার সম্পদ দেড় কোটি টাকার, গাড়ির দাম ২৫ লাখ

১১

যশোরে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন বাতিল

১২

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা

১৪

সাধারণ শব্দেও যখন অসহ্য লাগে

১৫

হাদি হত্যার বিচার চেয়ে ঢাবি শিক্ষক মোনামীর কড়া বার্তা

১৬

দেশে মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে : ইশরাক

১৭

সরকারের অনুমতিক্রমে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

১৮

প্রার্থীর মনোনয়নে মিলল মৃত ব্যক্তির স্বাক্ষর

১৯

খুলনায় জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

২০
X