নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টাকার জন্য সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন মা!

গাছের সঙ্গে শিশুটিকে বেঁধে রাথা হয়। ছবি : কালবেলা
গাছের সঙ্গে শিশুটিকে বেঁধে রাথা হয়। ছবি : কালবেলা

স্বামীর কাছ থেকে টাকা আদায়ের জন্য শিশু সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন মা। তা আবার ভিডিও করে পাঠিয়েছেন স্বামীর মোবাইলে। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।

স্বামী তুষার মিয়ার কাছে পাঠানো গত ২৪ সেপ্টেম্বরের ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির মা সরুফা আক্তার তার বাবার বাড়ির সামনের রাস্তার ওপর নিজের সন্তানের মুখে কালো কাপড় দিয়ে আটকিয়ে শিশুটিকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে নির্যাতন করছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির পিতা মো. তুষার মিয়া। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মো. আলী হোসেনের মেয়ে সরুফা আক্তারের সঙ্গে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামের ফারুক মিয়ার ছেলে তুষারের সঙ্গে বিয়ে হয়। ফাতেমা আক্তার নামে তাদের ১৮ মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। আড়াই বছর সংসার করার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের কারণে স্ত্রী সরুফা আক্তার দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছে।

সম্প্রতি সরুফা আক্তার তার স্বামীর কাছে ২ লাখ টাকা দাবি করে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু সরুফার স্বামী তুষার মিয়া এ টাকা দিতে রাজি না হওয়ায় সরুফা তার শিশু সন্তানকে হত্যা করে লাশ গুম করে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে জেলে পাঠাবে বলে হুমকি দেয়। পরে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরুফা আক্তার তার ব্যবহৃত ইমু নম্বর থেকে তার স্বামীর মোবাইলে শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার একটি ভিডিও পাঠান।

শিশুটির বাবা তুষার মিয়া জানান, ভিডিওটি সরুফা আমার ইমোতে পাঠিয়েছে এবং বলেছে এটাই শেষ না, আরো দেখবি। আমার সন্তানের এমন ভিডিও দেখে আমি ইব্রাহিমপুরে ছুটে এসেছি। আজ সামাজিকভাবে আমাদের ছাড়াছাড়ি হয়েছে।

শিশুটির মামা কামরুল জানান, ভিডিওটি প্রথমে দেখে মনে হয়েছিল এটি টিকটক হবে। পরে দেখি এটি আমার ভাগনি। সঙ্গে সঙ্গেই আমরা বাড়িতে চলে এসেছি। একটি শিশুর সঙ্গে এমন ঘটনা আসলে দুঃখজনক। এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে শিশুটির মা সরুফা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন ভূইয়া কালবেলাকে বলেন, আজ বিকেলে লোক মুখে ঘটনাটি শুনেছি। শিশু সন্তানকে মা গাছে বেঁধে নির্যাতন করেছেন। আশা করবো আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উঠে আসবে।

নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের কালবেলাকে বলেন, এমন একটি বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এটি পারিবারিক বিরোধের কারণে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ হেডফোন, কোনটি ভালো জানেন?

রাকসু নির্বাচন ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলোর ১০ দফা প্রস্তাবনা

‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না তিন দিনের রিমান্ডে

ফিক্সিংকাণ্ডে আলোচনায় ঢাকা ক্যাপিটালস, কী বলছে শাকিব খানের দল

জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ডের বিধান করল যে দেশ

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাংপানিতে বিজিবির কড়া নজরদারি, আরও ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

বিএনপির ফরম ক্রয়ের রসিদ জমা দিল খুলনা

বিএনপি নেতা আসলাম চৌধুরী দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ রানের জয় বাংলাদেশের

১১

নানা আলোচনায় শেষ হলো এইচএসসি পরীক্ষা, ব্যবহারিক কবে

১২

অক্টোবরে এশিয়ার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

১৩

নিখোঁজের একদিন পর মাদার ভ্যাসেলের সুপারভাইজার উদ্ধার

১৪

সাবেক মন্ত্রী শাহাবের জমিসহ ব্যাংক হিসাব ফ্রিজ

১৫

মাইলস্টোন ট্রাজেডি  / প্রাণ হারানো শিক্ষকরা চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা

১৬

টিকিট কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

১৭

গার্ডিয়ান লাইফের সিইওকে লিগ্যাল নোটিশ

১৮

‘মানবতা বাদ দিলে মানুষ মানুষই থাকে না’

১৯

চবিতে বহুল প্রত্যাশিত ই-কার চালু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

২০
X