জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে নাতিকে সেবা করতে আসা নানির মাথায় খুলে পড়ল ফ্যান

মাথায় ফ্যান পড়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত মর্জিনা বেগম। ছবি : কালবেলা
মাথায় ফ্যান পড়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত মর্জিনা বেগম। ছবি : কালবেলা

হাসপাতালে অসুস্থ শিশু নাতির সেবা করতে এসে মাথায় ফ্যান (বৈদ্যুতিক পাখা) খুলে পড়ে গুরুতর আহত হয়েছেন শিশুটির নানি। তার মাথায় ৫টি সেলাই লেগেছে বলে জানান ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের দোতলায় মহিলা ও শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত মর্জিনা বেগম (৫০) উপজেলার বিলাসপুর ইউনিয়নের মূলাই ব্যাপারী কান্দির বাসিন্দা আক্কাজ কাজীর স্ত্রী।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, আহত মর্জিনা বেগম বৃহস্পতিবার সকালে তার শিশু নাতিকে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে চিকিৎসক তাকে ভর্তি করেন। এরপর ওয়ার্ডে সিট খালি না থাকায় ফ্লোরে বিছানা করে দেওয়া হয়। সেখানেই নাতির চিকিৎসা চলাকালে সারাদিন পাশে বসেছিলেন মর্জিনা বেগম।

এ সময় বিকেল ৫টার সময় চলন্ত ফ্যান সিলিং থেকে ছিটকে নিচে পড়ে মর্জিনা বেগমের মাথায় আঘাত লাগে। এতে মর্জিনা বেগমের মাথা ফেটে যায়। পরে আশপাশে থাকা অন্য রোগীর স্বজনরা তাকে জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী মর্জিনা বেগমের স্বামী আক্কাস কাজী বলেন, আমার স্ত্রী নাতির অসুস্থতা নিয়ে হাসপাতালে এসেছে। এখন নিজেই রোগী হলেন। হাসপাতালের এমন অব্যবস্থাপনা খুবই ভয়ংকর। ভাগ্য ভালো আমার স্ত্রী অল্পতে বেঁচে গেছে। হাসপাতালের এমন জরাজীর্ণ অবস্থার দ্রুত সমাধান করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।

এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, হাসপাতালে পুরাতন বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। আমরা দীর্ঘদিন যাবত রিপেয়ার করে দেখেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজ ফ্যান চলন্ত অবস্থায় ছাদের প্লাস্টার খুলে গিয়ে রোগীর মাথার ওপর পড়েছে। রোগী এখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে।

জানতে চাইলে শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্‌ পরান কালবেলাকে বলেন, জাজিরা হাসপাতালের ভবনটি অনেক পুরাতন এবং জরাজীর্ণ। এটি সংস্কারের জন্য আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অবগত করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক

ব্রাজিলের ম্যাচের পর দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল

অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে ওইপির যাত্রা শুরু

মুশফিককে নিয়ে বিসিবির আয়োজন দেখে বিভ্রান্তিতে মুমিনুল

এবার ১৪ নেতার বিষয়ে সিদ্ধান্ত দিল বিএনপি

নিরাপত্তার অভাববোধ অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিবন্ধক : দেবপ্রিয় ভট্টাচার্য

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১০

১৪ বছর পর অ্যাশেজ জয়ের স্বপ্ন ইংল্যান্ডের

১১

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

১২

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

১৩

ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

১৪

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৫

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

১৭

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

১৮

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

১৯

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

২০
X