রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মণ্ডল পাড়ায় আট বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলায় মো. মজিবর শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মো. মজিবর শেখ (৩৫) উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মণ্ডল পাড়ার মো. হাকি শেখের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
এ ঘটনার মামলার এজাহার থেকে জানা যায়, ২ আগস্ট শিশুটির মা মোছা. নাছিমা বেগম অন্যান্য দিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ির পাশেই স্থানীয় একটি ফার্মে যান। প্রতিদিনের মতো তার ছোট আট বছরের শিশুকে বাসায় রেখে যান। এই সুযোগে মজিবর ঘরের মধ্যে ঢুকে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী ভয়ে চিৎকার করে। এ সময় শিশুটির মা চিৎকার শুনে ঘরের মধ্যে প্রবেশ করলে মজিবর ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা মেয়ের থেকে ঘটনা শুনে প্রতিবেশীদের ডেকে বলে।
এ ঘটনায় ২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে গোয়ালন্দ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মো. মজিবর শেখ এর নামে মামলা দায়ের করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনার পরই আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করি। ৩ আগস্ট ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন