কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের জিরানিতে টিফিন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরের জিরানিতে টিফিন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

টিফিন ভাতার দাবিতে গাজীপুরের জিরানিতে আইরিশ ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

শিল্প পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে আইরিশ কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল। শনিবার সকালে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। একপর্যায়ে তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

এদিকে, বিক্ষিপ্তভাবে ওই কারখানা ছাড়া গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রেখেছেন মালিকরা।

বকেয়া বেতন পরিশোধ ও বেতনভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে ছুটি দিলেও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের লাগাতার আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচির কারণে পোশাকশিল্প বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে পোশাক শিল্পে স্বাভাবিকতা ফিরে আসছে। গতকাল শুক্রবার ৩০ শতাংশ কারখানা খোলা ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, গাজীপুরে ২ হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে শনিবার আইরিশ কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এ ছাড়া ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিক পক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১০

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১১

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১২

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৩

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৪

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৫

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৬

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৭

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৮

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৯

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

২০
X