কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের জিরানিতে টিফিন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুরের জিরানিতে টিফিন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

টিফিন ভাতার দাবিতে গাজীপুরের জিরানিতে আইরিশ ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা।

একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা।

শিল্প পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে আইরিশ কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল। শনিবার সকালে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। একপর্যায়ে তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

এদিকে, বিক্ষিপ্তভাবে ওই কারখানা ছাড়া গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগদান করেছেন। কারখানা নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) ছুটির দিনেও ৩০ ভাগ কারখানা খোলা রেখেছেন মালিকরা।

বকেয়া বেতন পরিশোধ ও বেতনভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলনের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে ছুটি দিলেও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের লাগাতার আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচির কারণে পোশাকশিল্প বড় ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে পোশাক শিল্পে স্বাভাবিকতা ফিরে আসছে। গতকাল শুক্রবার ৩০ শতাংশ কারখানা খোলা ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, গাজীপুরে ২ হাজারের বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে শনিবার আইরিশ কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এ ছাড়া ৮টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছেন মালিক পক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ধানমন্ডি ৩২ নম্বরে পাল্টাপাল্টি ধাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রতিশ্রুতি আমিনুল হকের

শেখ হাসিনা ও কামালের আপিল করার সুযোগ নিয়ে যা জানা গেল

যুবদলের এক নেতা বহিষ্কার

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে : খন্দকার মোশাররফ

রাজধানীর ২ স্থানে ককটেল বিস্ফোরণ দুর্বৃত্তদের

ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

চট্টগ্রাম বন্দরে রুশ যুদ্ধজাহাজ

১০

রায় ঘোষণার পর আ.লীগ অফিসে আগুন

১১

আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১২

‘ভুডু’ বিতর্কে থামল নাইজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন

১৩

‘দুই প্রক্রিয়ায় ভারতকে চিঠি পাঠাবে বাংলাদেশ’

১৪

রায় মনে করিয়ে দিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয় : রব

১৫

ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি : মান্নান

১৬

টাকার বিনিময়ে মিছিল করতে গিয়ে ধরা

১৭

এসএমসি এন্টারপ্রাইজকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে প্রাইম ব্যাংক

১৮

ব্যাংকক ম্যারাথনে চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের পতাকা উড়ালো নাহিদ

১৯

শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি

২০
X