চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করুন : সিইউজে

জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে স্মারকলিপি দেন সিইউজের নেতারা। ছবি : কালবেলা
জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে স্মারকলিপি দেন সিইউজের নেতারা। ছবি : কালবেলা

পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং হয়রানি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বুধবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে সংগঠনের নেতারা এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে। এতে স্বার্থান্বেষী মহলের হীনস্বার্থ চরিতার্থ করতে সুকৌশলে পেশাদার সাংবাদিকদের নামও আসামির তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরের দুটি থানা ও আদালতে দায়ের করা পৃথক পাঁচ মামলায় ৩৭ জন পেশাদার সাংবাদিককে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায়ও আসামির তালিকায় চারজন সাংবাদিকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এসব মামলার কোনোটিতেই কোনো সাংবাদিকের বিরূদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। এসব ক্ষেত্রে সাংবাদিকদের মামলার আসামি করার বিষয়টি বাদী নিজেও জানেন না এবং আসামিদেরও চেনেন না। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে একের পর এক মিথ্যা অভিযোগে মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

সিইউজে নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যেসব মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক এবং সামাজিকভাবে হেনস্থা করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। চলমান পরিস্থিতিতে এসব মামলার সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের মিথ্যা অভিযোগ ও হয়রানি থেকে রেহাই দিতে এবং নতুন করে কোনো মিথ্যা ও হয়রানিমূলক মামলায় পেশাদার সাংবাদিকদের নাম জড়িয়ে দিতে না পারে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ধরনের অপকর্মে জড়িত সুযোগসন্ধানী মহলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, দৈনিক কালবেলার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ প্রতিনিধি ও সিউউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহরম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, প্রতিনিধি ইউনিট প্রধান সরওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিটের ডেপুটি প্রধান দীপংকর দাশ বাবু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষোভ প্রকাশ করলেন রবি শঙ্কর কন্যা

মামদানিকে পাত্তা না দিয়ে নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

মাইকিং করে ডেকে পরীক্ষা নেওয়া হলো শিক্ষার্থীদের

বিএনপির আরও ৩৬ প্রার্থীর কে কোন আসনে

চাঁদাবাজি-দখলদারিত্ব আর দেখতে চাই না : শিবির সভাপতি

আড়ংয়ে শুরু হচ্ছে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’, চলবে ডিসেম্বর পর্যন্ত

আকরামের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন স্টার্ক

আগামী নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন : সালাহউদ্দিন

স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও 

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

১০

হামজা ও মিরাজের সঙ্গে এক স্বর্ণালী সন্ধ্যায়

১১

সন্তানহারা মা কুকুর পেল নতুন ৪ ছানা, আদর-যত্নে কাটছে সময় 

১২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৩

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় ২ দেশ

১৪

‎জবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

১৫

ডিএমপির ৫০ থানার ওসি বদল

১৬

প্রেমিকের হুডি চুরি করতেন ভারতীয় এই অভিনেত্রী

১৭

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৮

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

১৯

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

২০
X