কুমিল্লার লাকসামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই আসামির নাম মো. ইয়াকুব আলী (৪৪)। তিনি উপজেলার পাশাপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে বিজরা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইয়াকুব আলীকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তার নামে সিএমপি বন্দর থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিএমপির আদাবর, পল্লবী, খিলগাঁও, দারুস সালাম, বাড্ডা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি করে এবং মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে।
মন্তব্য করুন