বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সত্য প্রকাশে সাহসী সংবাদমাধ্যম কালবেলা’

কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা

‘সকল ধর্ম থেকে শুরু করে সবকিছুই সত্যকে কেন্দ্র করে হয়। আর সত্য প্রকাশ করতে সাহস লাগে। সাহসিকতার সঙ্গে সংবাদকর্মীরা কাজ করে থাকেন। আর সত্য প্রকাশে সাহসিকতার সেই সংবাদমাধ্যম কালবেলা।’

গত বুধবার (১৬ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন এ কথা বলেন।

তিনি বলেন, কালবেলা সত্যকে নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তা না হলে এত অল্প সময়ে এতদূর যাওয়া যেত না। কালবেলা প্রিন্টের চেয়ে অনলাইন প্ল্যাটফর্মে আরও সমৃদ্ধশালী। সত্য প্রকাশে সাহসিকতা আছে কালবেলার। কালবেলা শুধু অপরাধ না, সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে কথা বলে। সে ধারা অব্যাহত থাকবে আশা করি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকরা যেমন সত্য খুঁজে বেড়ায় তেমনি পুলিশ প্রশাসনও সত্য খুঁজে বেড়ায়। সত্য খুঁজে বের করা আমাদের কাজ। সত্য না থাকলে আইনের শাসন, গণতন্ত্র ও সাংবাদিকতাও থাকবে না।

অনুষ্ঠানে কালবেলার জেলা প্রতিনিধি মো. শরফ উদ্দিন জীবনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মু. আ. লতিফ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সালেহ বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান, সিনিয়র সাংবাদিক ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুবীর বসাক। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ।

বক্তব্য দেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর কাজী করিম উল্লাহ নাদিম, করিমগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষক ও কবি শাহজাহান শাজু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, সাবেক সদস্য সচিব ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনি।

শতাব্দীর কণ্ঠ পত্রিকার মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, স্থানীয় অনলাইন পত্রিকা বিডি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমদ ফরিদ, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর টিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমদ পাপন, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, দৈনিক বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক কবির, দৈনিক নতুন সময়ের জেলা প্রতিনিধি এমএ আজিজ, দৈনিক কালবেলার হোসেনপুর প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, নিকলী প্রতিনিধি আব্দুর রহমান রিপন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি এনামুল হক হৃদয়, কবি ও সাংবাদিক সাদেক আহমেদ, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক হাবিব উল্লাহ, হাওর বাংলার সম্পাদক খাইরুল ইসলাম, দৈনিক প্রথম প্রহরের প্রতিনিধি হুমায়ুন কবির, সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শরীফুল ইসলাম ও কবি তানজিনা কবির প্রিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

১০

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১১

এক বছর ধরে বিদ্যুৎহীন ২ হাজার পরিবার

১২

‘আমগরে কেডা খাওয়াইবো, কেডা দেখবো’

১৩

শরীয়তপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৪

রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

১৫

শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

১৬

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৭

চুয়েটে ‘ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন ২০২৫’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৮

অসংক্রামক রোগ মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন সমৃদ্ধকরণ জরুরি

১৯

৪৪তম বিসিএসের পরিবর্ধিত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬

২০
X