

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল হক শুভসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার তালশহপ পূর্ব ইউনিয়ন থেকে ছাত্রলীগ নেতাকে ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ আশুগঞ্জ উপজেলার লামা বাইকের আনিসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রয়েছে।
এ ছাড়া অন্য তিনজন হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫) ও সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন