বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের মনিপুর চরে চলছে ইলিশ বিক্রির উৎসব

মনিপুর চরে ভাসমান হাট বসিয়ে বিক্রি হচ্ছে ইলিশ। ছবি : কালবেলা
মনিপুর চরে ভাসমান হাট বসিয়ে বিক্রি হচ্ছে ইলিশ। ছবি : কালবেলা

চাঁদপুরের হাইমচরের গাজীপুরের মনিপুর চরে চলছে রমরমা ইলিশ বিক্রির উৎসব। নিষেধাজ্ঞাকালীন সময়ের এমন ইলিশ বিক্রিতে হতাশ হয়েছে সচেতনমহল।

শনিবার (২৬ অক্টোবর) সকালে গাজীপুর ইউপির ৪নং ওয়ার্ডের মনিপুর চরে ভাসমান হাট বসিয়ে ইলিশ বিক্রির এই রমরমা বাণিজ্য দেখা যায়।

অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন নিজস্ব টহলটিম ও শক্তিশালী সিন্ডিকেটের নজরদারির মাধ্যমে চলে এসব ইলিশ বেচাকেনা। এই সিন্ডিকেটের নেপথ্যে রয়েছেন মনিপুর এলাকার সিরাজ গাজীর ছেলে মো. বিল্লাল গাজী, রহমান গাজীর ছেলে মো. সবুজ গাজী, আব্দুল কাদের মিজির ছেলে মো. নুরু মিজি, মো. শহিদ মিজির ছেলে মো. তাজল মাঝি, মানু গাজীর ছেলে মো. মাসুদ গাজীসহ অন্যরা। এরা নিজেরাই মাছের ভাসমান আড়ত বসিয়ে ডাকের মাধ্যমে ইলিশ বিক্রি করছে। এমনকি অসাধু জেলেদের ২০ থেকে ৫০ হাজার টাকার লোভে ফেলে ইলিশ নিধনে নদীতে নামতে নিষেধাজ্ঞার শুরুর দিন থেকেই বাধ্য করছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত আর সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত ইলিশ বেচাকেনা হরদম চলছে। মনিপুর চরের মজিব কেল্লায় যাওয়ার প্রধান ফটক আশ্রয়ণ প্রকল্পের সামনে নদীর পাড় এবং টিলায় দিনে কয়েক লাখ টাকার ইলিশ বেচাকেনা চলছে, যা অনেকটা দেখেও দেখে না নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

অন্যদিকে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির স্পিডবোট চালক জয়নালের বিরুদ্ধে। নীলকমল ফাঁড়ির এসআই আরিফের যোগসাজশে জয়নাল নদীতে নৌকা নামাচ্ছে।

চরভৈরবী ইউপির ১নং ওয়ার্ড মেম্বার ডিএম মোমিন কালবেলাকে বলেন, নৌ পুলিশ আরিফের সঙ্গে সুসম্পর্ক রেখে স্পিডবোট চালানোর প্রভাব দেখিয়ে জয়নাল মোট ১০টি জেলেনৌকা নদীতে নামিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার ইলিশ বেচাকেনা করছে। আমরা হাতেনাতে জয়নালের নৌকা ও ইলিশ ধরেছি এবং বিষয়টি নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তাকে অবগত করেছি। যদি এই হয় মা ইলিশের অভিযানের নমুনা! তাহলে যেসব জেলেরা নৌকা নিয়ে নদীতে যাচ্ছে না, এরপর থেকে তারাও নদীতে নামলে আমাদের কিছুই করার থাকবে না।

এ বিষয়ে কথা বললে অভিযোগ আড়াল করার চেষ্টা করে উল্টো জয়নালের পক্ষ নিয়ে নীল কমল নৌ পুলিশের এসআই আরিফ হোসেন কালবেলাকে বলেন, জয়নাল আগে পরে এমন করে থাকলেও এখন করে না। আর স্থানীয় বোট চালক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ওর সমস্যা থাকায় ওরা বানোয়াট কথাবার্তা বলছে। তাছাড়া জয়নাল আমাকে অনেক তথ্য দেয়, তাই তাকে কাজে রেখেছি।

এ বিষয়ে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক কালবেলাকে বলেন, আমি নতুন, মাত্র যোগদান করেছি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে ছাঁটাই করা হবে। আমি কোনো অভিযুক্তকে নিয়ে কাজ করতে এখানে আসিনি। আমরা মা ইলিশের অভিযানে এখন পর্যন্ত ৪টি নিয়মিত মামলা, ৭টি নৌকা, ৮ লাখ মিটার কারেন্ট জাল, ১২ জন আসামি এবং ৫টি মোবাইল কোর্টে অংশ নিয়ে ৮০ কেজি ইলিশ এতিম দুস্থদের মাঝে বিতরণ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১০

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১১

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১২

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৩

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৪

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৫

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১৬

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১৭

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৯

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

২০
X