রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে।
রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে তার ফেসবুক পেজের মাই স্টোরিতে অশ্লীল একটি ছবিও আপলোড করা হয়েছে।
আরও পড়ুন : মিলিয়ন ডলারের টোপ, ক্লিকেই আইডি হ্যাক
এ বিষয়ে জানতে চাইলে এমপি আয়েন উদ্দিন কালবেলাকে বলেন, ‘সিহাব নামে এক ছেলে আমার এই ফেসবুক পেজটি চালাত। ওই ছেলে তার নিজের মোবাইল নম্বর, আইডি ব্যবহার করে আমার নামে ফেসবুক আইডিটি খুলে চালাত। আমাকে দুপুরে হঠাৎ ফোন করে বলে যে, আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে আমি তাকে থানায় জিডি করতে বলেছি।’
তিনি আরও বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে লেগেছে। প্রকাশ্যে শত্রুতার পাশাপাশি তারা ডিজিটাল প্ল্যাটফর্মেও আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়। কিন্তু কোনো চক্রান্তেই কাজ হবে না। কেননা, আমি আমার জায়গা থেকে সবসময় সৎ ও স্পষ্টভাষী।’
মন্তব্য করুন