শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের জমিতে ক্লাব নির্মাণ করায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

বহিষ্কারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল হাওলাদার। ছবি : সংগৃহীত
বহিষ্কারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল হাওলাদার। ছবি : সংগৃহীত

মসজিদের জমিতে দলীয় ক্লাবঘর নির্মাণ করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান অনুমোদন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সবপ্রকার পদ থেকে বহিষ্কার করা হলো এবং দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শরীয়তপুর জেলা সভাপতি আমিনুর রহমান আমান।

তিনি জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা সহসভাপতি রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি গত রাতে আমার হাতে এসে পৌঁছায়। তবে আমি শরীয়তপুরের স্বেচ্ছাসেবক দলের অন্যান্য যেসব নেতাকর্মী যারা আছেন তাদের বলতে চাই। স্বেচ্ছাসেবক দলে কোনো অপরাধীর ছাড় নেই। তিনি যেই হোন না কেন, যিনি কোনো অপরাধের মাধ্যমে দলকে বিতর্কিত করবেন তাকে দলীয় শাস্তি পেতেই হবে। কারো ব্যক্তিগত কোনো অপরাধের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেবে না। তাই ভবিষ্যতে বিএনপির রাজনীতি ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করার জন্য সবাইকে ভেবেচিন্তে রাজনীতি করতে হবে। যারা এসব মেনে রাজনীতি করতে পারবেন না, তাদের জানাতে চাই, আপনারা আগে থেকেই বিএনপির রাজনীতির ছেড়ে দেন।

বহিষ্কার ও ক্লাব নির্মাণে বিষয় জানতে চাইলে, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রেজাউল হাওলাদার বলেন, বহিষ্কারাদেশের কপি এখন পর্যন্ত আমি পাইনি। আর আমার বিরুদ্ধে মসজিদের জায়গা দখল করে যে অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এইখানে মসজিদের বেশকিছু দোকান রয়েছে ভাড়া দেওয়া। আমি ঠিক তেমনিভাবে একটি পুরোনো দোকান সংস্কার করে একটি ঘর নির্মাণ করেছিলাম। আমি মসজিদের কয়েকজন উপদেষ্টার কাছে, ওই ঘর নির্মাণের অনুমতিও নিয়েছি। এই বিষয়ে মসজিদ কমিটির সবাই জানে।

মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, নিজেরাই দায়িত্ব নিয়ে ক্লাবটি উঠিয়েছেন। অনুমতির বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আর ভাড়া দেওয়ার বিষয়টি আমাদের কমিটিকে জানায়নি কেউ।

উল্লেখ্য, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ঘড়িষার বাজারের শত বছরের পুরোনো ঘড়িষার জামে মসজিদ। এই মসজিদের জমিতে ভাড়া দেওয়া রয়েছে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট, যা থেকে প্রতি মাসে মসজিদের আয় হয় কয়েক লাখ টাকা। সেই টাকা দিয়ে মসজিদের বিভিন্ন উন্নয়নকাজ করা হয় থাকে। কয়েকদিন আগে অক্টোবরে মসজিদের একটি পরিত্যক্ত দোকান ঘর ভেঙে রেজাউল করিমের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির ক্লাব তৈরি করে জায়গাটি দখলে নেয় স্থানীয় কিছু নেতাকর্মীরা। যদিও মসজিদ কমিটি থেকে ক্লাব তৈরির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১০

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১১

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১২

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৩

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৪

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৫

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৮

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৯

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

২০
X