বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে বিএনপির ৪ সমর্থক আটক 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চার বিএনপির সমর্থককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে নেছারাবাদ সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেনা সদস্যদের নিয়মিত টহল অভিযানের সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এ সময় সেনাসদস্যরা ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ তাদের আটক করেন। পরে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।

তবে আটক ব্যক্তিদের দাবি, তারা স্বরূপকাঠি পৌরসভার পৌর স্ট্যান্ড ইজারা নিয়েছেন। এ কারণে যানবাহন থেকে রসিদের মাধ্যমে চাঁদা তুলেছেন।

স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান কালবেলাকে বলেন, স্বরূপকাঠি পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা তুলছিল তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। চাঁদা ওঠানোর জন্য একাধিকবার বারণ করার পরও তারা চাঁদা উঠিয়েছে।

তবে স্বরূপকাঠি উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান ওয়াহেদ কালবেলাকে বলেন, আটক ব্যক্তিদের দলীয় কোনো পদপদবি নেই। তারা বিএনপির কেউ নয়। ৫ আগস্টের পর আওয়ামী লীগের মিছিল করা অনেকেই নিজেকে এখন বিএনপির লোক বলে দাবি করছে। তাদের অপকর্মের দায় বিএনপি নেবে না। প্রশাসনকে বলা আছে, বিএনপির পরিচয়ে কেউ চাঁদাবাজি ও অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন কালবেলাকে বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১০

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১১

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১২

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৩

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৪

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৬

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৭

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৮

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৯

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X