কক্সবাজারের মহেশখালীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে মহেশখালী পৌরসভায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ইয়াছিন মামুন (১৪) গোরকঘাটা লিডারশীপ হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন। তিনি জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্রে জানা যায়, পারিবারিক অসচ্ছলতার কারণে দিনের কিছু সময় গাড়ি চালিয়ে পরিবারে অর্থ যোগান দিতো স্কুলছাত্র মামুন। আজ অটো চার্জ করাতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন