পশুর নদীতে অভিযান চালিয়ে ১৭ বস্তা অবৈধ শুঁটকি চিংড়িসহ দুটি নৌকা জব্দ করেছে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধীন ভদ্রা টহল ফাঁড়ির সদস্যরা।
সোমবার (৮ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ শুঁটকি চিংড়ি মাছসহ নৌকা জব্দ করা হয়।
আরও পড়ুন : অবৈধভাবে কাঁকড়া ধরার সময় ৫ নৌকাসহ জেলে আটক
এ সময় নৌকা থেকে দুই বোতল ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শুঁটকি চিংড়ি মাছ ফেলে পাচারকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যায়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আবদুল হাকিম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন