মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনও-শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অব্যাহতিপ্রাপ্ত মাদ্রাসা সুপারের মামলা

অভিযুক্ত (বাঁ থেকে ডানে) ইউএনও একেএম ফয়সাল, শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকি ও মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক। ছবি : কালবেলা
অভিযুক্ত (বাঁ থেকে ডানে) ইউএনও একেএম ফয়সাল, শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকি ও মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে জোর করে সাময়িক পদত্যাগ করানোর অভিযোগে ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ১৫ কর্মকর্তা ও শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন সিদ্দিকুর রহমান নামে এক মাদ্রাসার সুপার।

সিদ্দিকুর রহমান এমপিওভুক্ত মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত সুপার। গত ৫ নভেম্বর তিনি হবিগঞ্জ আদালতে এই মামলা করেন।

মামলায় মাধবপুরের ইউএনও এ কে এম ফয়সাল, শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. জান্নাতুল বাকি, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, কৃষি কর্মকর্তা সজীব ও কয়েকজন শিক্ষকসহ ১৫ জনকে আসামি করা হয়। আদালত ১৫ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি মন্ত্রিপরিষদ কর্তৃক জোর করে শিক্ষকদের পদত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ বিবাদীদের প্রত্যক্ষ সহযোগিতায় জোর করে ও প্রতিহিংসাপরায়ণ হয়ে মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এতে তার পেশাগত অধিকার ও সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করেন।

এ বিষয়ে মামলার বিবাদী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জান্নাতুল বাকি বলেন, আমরা ইউএনও স্যারের নির্দেশে তদন্ত করেছি। কমিটির সদস্য ছিলাম আমরা। আমাদের বিবাদী করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে মাধবপুরের ইউএনও এ কে এম ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, আমি দায়িত্বের মধ্যে থেকেই যথাযথ কাজটি করার চেষ্টা করেছি। এখন ক্ষুব্ধ হয়ে কেউ মামলা করলে কীই-বা করার আছে? আমরা আইনিভাবে এর জবাব দেব।

প্রসঙ্গত, মামলার বাদী সিদ্দিকুর রহমান বিরুদ্ধে ওই মাদ্রাসার বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নিয়োগ-বাণিজ্য, পরীক্ষা কেন্দ্রে নকলের সহযোগিতা ও পরীক্ষা কেন্দ্রের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ উঠেছে; যা নিয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ আদালতে মামলাও চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ বিপর্যায়ের মধ্যে পড়বে : নুর

অস্ত্র মামলা / মামুন হত্যাকাণ্ডের দুই শুটারসহ ৫ জন রিমান্ডে 

সাবেক এমপিদের জন্য আমদানিকৃত ৩১ বিলাসবহুল গাড়ি সরকারের মালিকানায়

২০২৬ বিশ্বকাপ / এখনও বাকি ২০টি টিকিটের লড়াই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ মারা গেছেন 

রেললাইনের স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা 

বিএনপির প্রতিটি সিদ্ধান্ত দেশের স্বার্থকে সামনে রেখে নেওয়া হয় : আইয়ুব খান

মিসরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তরুণী

মেসি বার্সা ছেড়ে যাওয়ায় কোনো অনুশোচনা নেই লাপোর্তার

মানুষের ভালোবাসার দল বিএনপি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

সন্ত্রাসী হামলা / ভারত-পাকিস্তান উভয়ের সঙ্গে তাল মেলাল ইরান

১১

সাড়ে ৪ হাজার টাকায় ডাকঘরে চাকরি করেন ইমরুল কায়েস!

১২

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

১৩

বেটিং কেলেঙ্কারিতে তুর্কি ফুটবলে ভূমিকম্প

১৪

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১১৩৯

১৫

বাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

১৬

প্রেমিকাকে সঙ্গে নিয়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

১৭

ফেসবুকে লাইভ দিয়ে ফেঁসে গেলেন যুবক

১৮

ক্লাসে মোবাইল ব্যবহারে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের নির্দেশনা

১৯

বরিশালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯

২০
X