মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনও-শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অব্যাহতিপ্রাপ্ত মাদ্রাসা সুপারের মামলা

অভিযুক্ত (বাঁ থেকে ডানে) ইউএনও একেএম ফয়সাল, শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকি ও মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক। ছবি : কালবেলা
অভিযুক্ত (বাঁ থেকে ডানে) ইউএনও একেএম ফয়সাল, শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকি ও মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে জোর করে সাময়িক পদত্যাগ করানোর অভিযোগে ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ১৫ কর্মকর্তা ও শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন সিদ্দিকুর রহমান নামে এক মাদ্রাসার সুপার।

সিদ্দিকুর রহমান এমপিওভুক্ত মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত সুপার। গত ৫ নভেম্বর তিনি হবিগঞ্জ আদালতে এই মামলা করেন।

মামলায় মাধবপুরের ইউএনও এ কে এম ফয়সাল, শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. জান্নাতুল বাকি, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, কৃষি কর্মকর্তা সজীব ও কয়েকজন শিক্ষকসহ ১৫ জনকে আসামি করা হয়। আদালত ১৫ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি মন্ত্রিপরিষদ কর্তৃক জোর করে শিক্ষকদের পদত্যাগের বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ বিবাদীদের প্রত্যক্ষ সহযোগিতায় জোর করে ও প্রতিহিংসাপরায়ণ হয়ে মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এতে তার পেশাগত অধিকার ও সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করেন।

এ বিষয়ে মামলার বিবাদী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জান্নাতুল বাকি বলেন, আমরা ইউএনও স্যারের নির্দেশে তদন্ত করেছি। কমিটির সদস্য ছিলাম আমরা। আমাদের বিবাদী করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে মাধবপুরের ইউএনও এ কে এম ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, আমি দায়িত্বের মধ্যে থেকেই যথাযথ কাজটি করার চেষ্টা করেছি। এখন ক্ষুব্ধ হয়ে কেউ মামলা করলে কীই-বা করার আছে? আমরা আইনিভাবে এর জবাব দেব।

প্রসঙ্গত, মামলার বাদী সিদ্দিকুর রহমান বিরুদ্ধে ওই মাদ্রাসার বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নিয়োগ-বাণিজ্য, পরীক্ষা কেন্দ্রে নকলের সহযোগিতা ও পরীক্ষা কেন্দ্রের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ উঠেছে; যা নিয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ আদালতে মামলাও চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

ভারতে ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

শাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা, গুঞ্জন নাকি সত্যি?

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতা আছে : মাওলানা ইউসুফী

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন রোনালদো

১০

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান

১২

চাকরি দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

১৩

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

১৪

হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের 

১৫

কুমিল্লা মিডিয়া ফোরামের নেতৃত্বে মামুন-আতিক

১৬

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক নাসিম 

১৭

অভিনয়ের জন্য অনেক কিছু করতে হয়েছে : অপু বিশ্বাস

১৮

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

১৯

জবির দুই শিক্ষককে মারধর / তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ

২০
X