গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কর্মীকে বিএনপি থেকে বহিষ্কার!

নাজমুল হাসান মিঠু। ছবি : সংগৃহীত
নাজমুল হাসান মিঠু। ছবি : সংগৃহীত

গৌরনদীর তিন বিএনপি নেতাকে বহিষ্কারের তালিকায় আওয়ামী লীগ কর্মী নাজমুল হাসান মিঠুর নাম থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে মিঠু অবাক হয়ে নিজেকে আ.লীগের কর্মী বলে দাবি করে।

উপজেলার সাহাজিরা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের এই কর্মী দাবি করে বলেন, গত ২৭ অক্টোবর বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গৌরনদীর তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে মর্মে পত্র ইস্যু করা হয়।

তিনি বলেন, শনিবার (৯ নভেম্বর) রাতে জানতে পারি দুই বিএনপি নেতার সঙ্গে আমাকেও বিএনপি নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি হাস্যকর। আমি ঢাকা মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য ছিলাম। এরপর ঢাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করেছি। সর্বশেষ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেছি। গত কয়েক বছর ধরে রাজনীতি ছেড়ে ঢাকায় প্রিন্টিং প্রেসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছি।

তিনি আরও বলেন, বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি। আমি কোনোদিন বিএনপির রাজনীতি করিনি। এরপরও তারা আমাকে কীভাবে বিএনপি কর্মী বানিয়ে দল থেকে বহিষ্কার করল তা বোধগম্য নয়।

উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মী জানান, নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সক্রিয়ভাবে দলের কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচার-প্রচারণা করেন। তিনি কোনোদিন বিএনপি করেছেন বলে শুনিনি। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেলাম তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে গত ২২ অক্টোবর রাতে নাটকীয়ভাবে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা আটক করেন। এ বিষয়ে তাকে ২৫ অক্টোবর নোটিশ দেয় বরিশাল জেলা উত্তর বিএনপি। ওই নোটিশের জবাব দেওয়ার তারিখ ছিল ২৮ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে তিনি (জাকির) নোটিশের জবাবও দিয়েছেন। এরইমধ্যে ২৭ অক্টোবর কেন্দ্র থেকে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠুকে বহিষ্কার করা হয়। এর মধ্যে নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল বলেন, নাজমুল হাসান মিঠু নামের ওই ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

বাংলাদেশে অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

সাগরে লঘুচাপ, নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

ভিটামিনের ঘাটতি মেটাতে শীতে কয়টা ডিম খাবেন

পাগলা শিয়ালের তাণ্ডব : শিশুসহ আহত ২০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

১০

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

১১

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

১২

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

১৩

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

১৪

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

১৫

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

১৬

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

১৭

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

১৮

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

১৯

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

২০
X