শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কর্মীকে বিএনপি থেকে বহিষ্কার!

নাজমুল হাসান মিঠু। ছবি : সংগৃহীত
নাজমুল হাসান মিঠু। ছবি : সংগৃহীত

গৌরনদীর তিন বিএনপি নেতাকে বহিষ্কারের তালিকায় আওয়ামী লীগ কর্মী নাজমুল হাসান মিঠুর নাম থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে মিঠু অবাক হয়ে নিজেকে আ.লীগের কর্মী বলে দাবি করে।

উপজেলার সাহাজিরা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের এই কর্মী দাবি করে বলেন, গত ২৭ অক্টোবর বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গৌরনদীর তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে মর্মে পত্র ইস্যু করা হয়।

তিনি বলেন, শনিবার (৯ নভেম্বর) রাতে জানতে পারি দুই বিএনপি নেতার সঙ্গে আমাকেও বিএনপি নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি হাস্যকর। আমি ঢাকা মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য ছিলাম। এরপর ঢাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করেছি। সর্বশেষ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেছি। গত কয়েক বছর ধরে রাজনীতি ছেড়ে ঢাকায় প্রিন্টিং প্রেসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছি।

তিনি আরও বলেন, বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি। আমি কোনোদিন বিএনপির রাজনীতি করিনি। এরপরও তারা আমাকে কীভাবে বিএনপি কর্মী বানিয়ে দল থেকে বহিষ্কার করল তা বোধগম্য নয়।

উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মী জানান, নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সক্রিয়ভাবে দলের কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচার-প্রচারণা করেন। তিনি কোনোদিন বিএনপি করেছেন বলে শুনিনি। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেলাম তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে গত ২২ অক্টোবর রাতে নাটকীয়ভাবে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা আটক করেন। এ বিষয়ে তাকে ২৫ অক্টোবর নোটিশ দেয় বরিশাল জেলা উত্তর বিএনপি। ওই নোটিশের জবাব দেওয়ার তারিখ ছিল ২৮ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে তিনি (জাকির) নোটিশের জবাবও দিয়েছেন। এরইমধ্যে ২৭ অক্টোবর কেন্দ্র থেকে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠুকে বহিষ্কার করা হয়। এর মধ্যে নাজমুল হাসান মিঠু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল বলেন, নাজমুল হাসান মিঠু নামের ওই ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

১০

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

১১

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

১২

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

১৩

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

১৪

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১৫

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১৬

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১৭

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৮

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১৯

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

২০
X