কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ যেতে ভাতিজিকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের রামুতে অপহৃত শিশু উদ্ধারের ঘটনায় অপহরণকারী চাচাসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি : কালবেলা
কক্সবাজারের রামুতে অপহৃত শিশু উদ্ধারের ঘটনায় অপহরণকারী চাচাসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি : কালবেলা

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বন্ধুকে নিয়ে ভাতিজিকে অপহরণের অভিযোগ ‍পাওয়া গেছে। তবে চাচার শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় চাচাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরইমধ্যে অপহরণের শিকার শিশু আফিয়া জান্নাত আরোয়াকে (০৭) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার ৬টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের প্রধান সড়কের লিংকরোড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত আরোয়া ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ অফিসের চর সিকদারপাড়া এলাকার বাসিন্দা আনোয়ারুল হকের মেয়ে।

গ্রেপ্তার হওয়ারা হলেন একই এলাকার নুরুল আবছারের ছেলে হাসনাইনুল হক প্রকাশ নাঈম (২৩) ও পূর্ব দ্বীপ ফতেখাঁরকুলের আব্দুস ছোবহানের ছেলে মো. শাহীন (২৫)।

বুধবার (১৩ নভেম্বর) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এসব তথ্য জানান।

অপহৃত শিশুর পরিবারের উদ্ধৃতি দিয়ে র‍্যাবের এ কর্মকর্তা জানান, গত ১১ নভেম্বর তারিখে মাদ্রাসায় যাওয়ার পথে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর সিকদারপাড়া এলাকাস্থ এমদাদুল উলুম মাদ্রাসা গেইটের সামনে থেকে আফিয়া জান্নাত আরোয়া অপহরণের শিকার হয়। অপহরণকারী চক্র সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করে নিয়ে যায়। পরে ওইদিন সকাল ১১টার দিকে শিশুর মায়ের মোবাইলে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। না দিলে শিশু আরোয়াকে হত্যা করা হবে বলে হুমকি দেন।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

অন্যদিকে অপহরণকারীরা শিশু আরোয়াকে প্রথমে ঈদগাঁও নিয়ে যায়। সেখান থেকে চৌফলদন্ডীর একটি বাড়িতে আটকে রাখে। আবার সেখান থেকে নিয়ে যায় কুতুপালং। শেষে কুতুপালং থেকে কক্সবাজার কলাতলী হয়ে লিংকরোড যায়।

র‍্যাব কর্মকর্তা কামরুজ্জামান জানান, পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তার হওয়া অপহরণকারী শিশু আরোয়ার চাচা নাঈম জিজ্ঞাসাবাদে জানায়, ‘বিদেশ যাওয়ার জন্য আমি পরিবারের কাছে টাকা চাই। তারা তাতে রাজি না হলে বন্ধু শাহীনকে নিয়ে ভাতিজিকে অপহরণ করাই। পরে তাকে ব্যান্ডেজ পরিয়ে পরিবারের কাছে ছবি পাঠায়। যাতে ভয়ে টাকা দিয়ে দেয়।’

গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

১০

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

১১

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

১২

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১৩

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

১৪

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

১৫

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

১৬

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

১৮

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৯

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

২০
X