টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এতে বিশুদ্ধ পানির সংকটে পড়েছে দুর্গম এইসব এলাকার মানুষজন। অন্যদিকে লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় সাড়ে তিন হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পাহাড়ি ঢলে নিখোঁজ রয়েছেন দুইজন।
আরও পড়ুন : ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা, ৫ জেলায় মানবিক বিপর্যয়
বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, বেশকিছু ইউনিয়নের মানুষ পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে। তাদের সহযোগিতায় আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি, পাশাপাশি নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থাও নিয়েছি। বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ায় বিলাইছড়িতে জনস্বাস্থ্য বিভাগ থেকে ৩০ হাজার ও জুরাছড়িতে প্রয়োজনীয় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। পাহাড়ি ঢলের স্রোত বেশি থাকায় ত্রাণ বিতরণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেশকিছু সড়ক পাহাড়ি ঢলে ডুবে যাওয়ায় লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, রাঙামাটির জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় কৃষিজ জমি ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জুরাছড়ি উপজেলায় ৩ হাজার হেক্টর ও বাঘাইছড়ি উপজেলায় ২ হাজার ৯ শত হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আউশ আমন ধান ও সবজির ক্ষতি হয়েছে।
রাঙামাটি জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বডুয়া জানান, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে ডিমান্ডসাপেক্ষে ইতোমধ্যে দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।
মন্তব্য করুন