শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
বিকাশ চন্দ্র প্রামাণিক, নওগাঁ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রক্তদহ বিলে পর্যটকদের আকৃষ্টে নানা পদক্ষেপ

নওগাঁর রক্তদহ বিল। ছবি : কালবেলা
নওগাঁর রক্তদহ বিল। ছবি : কালবেলা

পর্যটন কেন্দ্র ও পাখি পল্লি হিসেবে গড়ে উঠতে যাচ্ছে শত বছরের ঐতিহ্য রক্তদহ। এ বিলটি দুই উপজেলার সীমানার মধ্যে হলেও নওগাঁর রানীনগর উপজেলায় বিলটির অবস্থান বেশি। এখানে যাতায়াতও করেন উপজেলার মানুষ। আর সে জন্য বিলটি সৌন্দর্য বর্ধনে দফায় দফায় পরিদর্শন করছেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এরই মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সব প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে দৃশ্যমান কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মোহাইমেনা শারমীন। প্রকল্পটি শতভাগ বাস্তবায়ন করতে পারলে এলাকাটি অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জানা যায়, এখন পর্যন্ত ঐতিহ্যবাহী এ উপজেলায় পর্যটনমুখী কোনো খাত গড়ে তোলা হয়নি। উপজেলার শত বছরের ঐতিহ্য হচ্ছে রক্তদহ বিল। এ বিলটি বগুড়া জেলার আদমদীঘি ও নওগাঁ জেলার রানীনগর উপজেলা—এ দুই উপজেলার মধ্যে অবস্থিত। তবে বিলের সিংহ ভাগই হচ্ছে রানীনগর উপজেলার অংশে।

অন্যদিকে রানীনগর-কালীগঞ্জ সড়কটি নতুন করে নির্মাণ হওয়ায় হাতিরপুল এলাকাটি পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে বর্ষা মৌসুমে রক্তদহ বিলের এ অঞ্চলটি যখন পানিতে টইটুম্বর হয়ে যায়, তখন এলাকাটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে নৌকা নিয়ে ভ্রমণের জন্য হাজারো পর্যটক এখানে ভিড় করেন। আর হরেক রকমের পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো রক্তদহ বিল এলাকা।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন কালবেলাকে বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে হাতিরপুল ব্রিজ থেকে রতনডারার পাশ দিয়ে রক্তদহ বিলের মধ্যে চলাচলকারী মেঠো সড়কটি আধুনিকায়ন, সড়কের দুই পাশে পর্যটকদের জন্য বসার ব্রেঞ্চ নির্মাণসহ আরও নানা রকমের শৌখিন ও আকর্ষণীয় স্থাপনা নির্মাণ করা। পাখি পল্লি হিসেবে এলাকাটি গড়ে তোলার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাখিরা যেন নিরাপদে বসবাস ও প্রজনন করতে পারে সেজন্য সড়ক ও বিলের পাশ দিয়ে থাকা গাছগুলোতে পাখির বাসা হিসেবে মাটির হাঁড়িও স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ‘রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লি’ শীর্ষক প্রকল্প স্থাপনের জন্য সব প্রাথমিক কার্যক্রম শেষ করা হয়েছে।

ইউএনও বলেন, হাজার হাজার পর্যটকের আগমনের ফলে এ অঞ্চলে গড়ে উঠবে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। পাল্টে যাবে অর্থনৈতিক দৃশ্যপট। মেঠো সড়কের সংযোগস্থলে ছোট কালভার্ট নির্মাণের মাধ্যমে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লি গড়ে তোলার দৃশ্যমান কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।

বিলের পাশে হাতিরপুল নামক স্থানে ঘুরতে আসা সুমন, পলাশ, লাবনী, নাহিদসহ অনেকে জানান, বিলের আশপাশের এলাকা যদি আধুনিক করে গড়ে তোলা হয় জায়গাটি পর্যটন এলাকা হিসেবে ভালো পরিচিত পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১০

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১১

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১২

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৩

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৪

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৫

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৬

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৭

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৮

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৯

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

২০
X