বরিশাল ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

প্রশাসন জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে: সরফুদ্দিন সান্টু

বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বিএনপি নেতারা। ছবি : কালবেলা
বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বিএনপি নেতারা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন সান্টু বলেন, প্রশাসন জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের সেবা করতে হবে। কারণ ওই জনগণের অর্থেই কিন্তু বেতন-ভাতা সবকিছু আসে। প্রশাসন কেন দল করবে? প্রশাসন হবে নির্দলীয়। যে দলই আসুক না কেন তারা দেশ ও জনগণের জন্য কাজ করবে।

বুধবার (২০ নভেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সান্টু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বিগত দিনে জাতির বিবেক হিসেবে তারা মর্যাদা পায় নাই। সমাজে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা ভালো কিছু লিখলে জাতির জন্য উন্নয়ন হবে। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশ গড়া সম্ভব না। জাতীয় স্বার্থে সাংবাদিকরা এক হলে দেশের উন্নয়ন সম্ভব। স্বাধীনতার ইতিহাস বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। ইতিহাসকে বিকৃত করা যায় না। স্বাধীনতার ইতিহাস অতীতে যেভাবে বিকৃত হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাধীনতা সংগ্রামে অনেক নেতার অবদান আছে তা স্বীকার করতে হবে। কাউকে বড় কাউকে ছোট করে দেখা ঠিক না।

তিনি বলেন, শহীদ জিয়া সেদিন স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিকামী মানুষ যুদ্ধে নামত না। তার ঘোষণার কারণেই মানুষ সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তাই তাদের অবদান ভোলা সম্ভব না।

তিনি আরও বলেন, শহীদ জিয়া ক্যাপ্টেন থেকে দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, সেটি এমনিতে হয়নি। তিনি সৎ ও যোগ্য ছিলেন বলে দেশের প্রধান হয়েছিলেন। সৎ কর্মী খুঁজে না পেলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। আমরা এখন থেকেই যদি উদ্যোগ না নেই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে।

সান্টু বলেন, মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি জানিয়ে তিনি বলেন, আমার আগে থেকেই একটা দর্শন ছিল, কাফনের কাপড়ে তো পকেট নেই। কাজেই কখন কে চলে যাই তার নিশ্চয়তা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে সময় না দিলে কোনো কিছু করা সম্ভব নয়। এটা চালানো এত সহজ নয় যে বললাম আর চলে গেল। এটা করতে সময় লাগবে। এখন নির্বাচন কমিশন নাই আগে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তাদেরকে সময় দিতে হবে। তারা সংস্কারের কাজ করছে। একটা নির্বাচন মুখের কথা নয়, যেখানে নির্বাচন কমিশন বিলুপ্ত সেখানে নির্বাচন কিভাবে হবে। নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের সময় দিতে হবে। দেশে অনেক ভুয়া ভোটার রয়েছে তাদের শনাক্ত করে বাদ দিতে হবে এর পর নির্বাচন এটি একটি প্রক্রিয়া।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অস্থায়ীভাবে কোথাও বসতে চাই না। আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি মেয়র পদে নির্বাচন করব। তা না হলে আমি আসব না।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহাম্মেদ বাবলু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

১০

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১১

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

১২

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

১৩

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

১৪

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

১৫

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

১৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

১৭

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা

১৮

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

১৯

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন রবিন

২০
X