সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না : সেলিম উদ্দিন

বিয়ানীবাজার জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
বিয়ানীবাজার জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরীর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতের লোকেরা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না। জনগণ যদি পরীক্ষামূলকভাবে জামায়াতের হাতে বাংলাদেশকে তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়, তা আমরাও করে দেখাব ইনশাআল্লাহ।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন মাঠে দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রকাশ্যে আয়োজিত উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাপকভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার পূরণের পাশাপাশি অন্যায়-অবিচার, ঘুষ-দুর্নীতি, অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক বন্ধ করবে।

তিনি বলেন, দেশের মানুষ তাদের আস্থার জায়গায় জামায়াতে ইসলামীকে ঠাঁই দিয়েছে। আমরাও সেই আস্থার প্রতিদান দিতে প্রস্তুতি নিচ্ছি। সম্মেলনে বক্তব্য প্রদানকালে উপস্থিত বিয়ানীবাজারবাসীর সামনে বেশ কয়েকটি দাবি বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন তিনি।

তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ করা হবে। এখানকার যুবসমাজকে কর্মক্ষম ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্জে হাসানা প্রদানের মতো প্রজেক্ট গ্রহণ করা হবে। এ অঞ্চলের রাস্তাঘাটের বেহাল চিত্র তুলে ধরে তিনি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক গুরুত্ব প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ মাও. আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. রুকন উদ্দিন ও পৌর শাখার সেক্রেটারি মো. সাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম।

বক্তব্য দেন বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির মুহাম্মদ জমির হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি ছাত্রনেতা মারুফ আহমদ রাজু, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবির সভাপতি আহবাব হোসেন মুরাদ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল খয়ের, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ফরিদ আল মামুন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল, তানভির এলাহী মজুমদার, উপজেলা কর্মপরিষদ সদস্য আশিকুর রহমান হেলাল, জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্নাসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X