সিলেটের শাহপরান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টায় নগরীর শাহপরান থানাধীন বাহুবল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবলীগ কর্মীর নাম বিল্লাল আহমদ মুন্সী (৩৫)। তিনি বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। নিহত বিল্লাল পেশায় রংমিস্ত্রি ছিলেন। তিনি সিলেট সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর জয়নাল আবেদীনের পিএস হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহপরান এলাকার মঈন গ্রুপ ও টাওয়ার গ্রুপের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিরসনের জন্য দুই গ্রুপের মধ্যে সালিশ বৈঠকের আয়োজন করা হয় সোমবার সন্ধ্যায়। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন বিল্লালসহ বেশ কয়েকজন। আহতদের তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল আহমদ মুন্সীকে মৃত ঘোষণা করেন।
শাহপরান থানার ওসি মনির হোসেন সোমবার মধ্যরাতে কালবেলাকে বলেন, আমরা এখন অভিযানে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
এসএমপির উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম কালবেলাকে জানান, সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।
মন্তব্য করুন