সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। জেল কর্তৃপক্ষ বলছে, গ্যাস্ট্রিক ও হার্ট অ্যাটাকের কারণে গতকাল তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কয়েদি আজমল গত রাত ১টা ১০ মিনিটে আর আবুল কালাম সকাল ৬টা ৪৫ মিনিটে মারা যান।
কুষ্টিয়া কারাগারের জেলার আবু মুসা জানান, মৃত আজমল (৬০) দৌলতপুর উপজেলার ইসলামপুরের খলিলের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। গতকাল বুকে ব্যথা হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়েছে। চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে লিখেছেন কার্ডিয়াক শকড।
মারা যাওয়া অপরজন হলেন- আবুল কালাম (৪০)। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। মাদক সংক্রান্ত মোবাইল কোর্টে ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২৮ জুলাই জেলখানায় পাঠানো হয়। গতকাল গ্যাসট্রিকের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। সকাল ৬টা ৪৫ মিনিটে মারা যান তিনি। চিকিৎসক লিখেছেন সারডেন কার্ডিয়াক অ্যারেস্ট।
জেলার জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি হাসপাতাল থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন