চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু দেওয়া হবে’

জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা
জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেওয়া হবে। কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে, সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বড় শত্রু উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তারা অন্যায়, জুলুম, খুন, গুম, আয়নাঘরে নিয়ে অত্যাচার, চুরি-ডাকাতি করেছে। দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এমন অপরাধের বিচার হওয়া ছাড়া তাদের পুনর্বাসনের সুযোগ নেই।

অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনকে নির্বাসনে নিয়ে গেছে। দিনের নির্বাচন রাতের বেলায় করেছে। ভোট ছাড়াই ১৫৩ আসন ঘোষণা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করেছে।

প্রশাসনের বদলি প্রক্রিয়া নিয়ে জামায়াতের এ নেতা আরও বলেন, পচা মানুষকে একস্থান থেকে আরেক স্থানে নিলে তারা দুর্গন্ধই ছড়াবে। তাই তাদের পুনর্বাসনের সুযোগ নেই। অপরাধীদের চাকরিচ্যুত করে যারা নিরপরাধ ব্যক্তিদের বেছে নিয়ে আসতে হবে। প্রয়োজনে পুলিশ, র‌্যাব ও প্রশাসনের লোক নিতে হবে। অপরাধীদের পুনর্বাসন করে প্রকৃত অর্থে সংস্কার হবে না।

চান্দিনা পৌর জামায়াতের আমির একেএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল হাসেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, জেলা সহকারী সেক্রেটারি মাও. মুফতি আমিনুল ইসলাম।

চান্দিনা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেন, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল জাকির হোসাইন, ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি জিসান আহমেদ প্রধান।

সম্মেলনে আরও বক্তব্য দেন তিতাস উপজেলা জামায়াতের আমির প্রকৌশলী শামীম হোসেন, জেলা জামায়াতের শূরা সদস্য নুরুল হুদা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চান্দিনা উপজেলা সভাপতি একেএম শামসুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, চান্দিনা উপজেলা জামায়াত সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াত সহকারী সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, মো. তাজুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইলিয়াস সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান সরকার ও আশিকুর রহমান আসিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

আবুধাবিতে দেখা গেল রজবের চাঁদ, রমজানের কাউন্টডাউন শুরু

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস, মন ভালো তো সব ভালো

বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

একদিনেই তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

গাজায় সেনা পাঠালে যে সমস্যায় পড়বে পাকিস্তান

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা 

১০

রেলে কোন রুটে কত বাড়ল টিকিটের দাম?

১১

ঘোষিত তপশিলে যে ৩ পরিবর্তন আনল ইসি

১২

এবার ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া

১৩

তিন বাহিনীর প্রধানরা ইসিতে যাচ্ছেন রোববার

১৪

বকেয়া বেতনের দাবিতে ককপিটে পাইলটের কাণ্ড

১৫

২ হলের নাম পরিবর্তনের দাবিতে ডাকসুর ঘেরাও কর্মসূচি

১৬

রিমান্ড শেষে কারাগারে আনিস আলমগীর

১৭

হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

১৮

ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একাই হেঁটে যাবেন রাশেদ প্রধান

১৯

গরম ভাত-তরকারিতে লেবু দিয়ে উপকার কমাচ্ছেন নাতো

২০
X