বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পৌর মেয়রের নির্দেশে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

কিশোরগঞ্জ শহরে মানববন্ধন করছেন উপজেলা যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ শহরে মানববন্ধন করছেন উপজেলা যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের দোকান, গ্যারেজ, অফিসে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে।

এর প্রতিবাদে শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে উপজেলা যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল, বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, হিলচিয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ রফিকুন্নবী সাথী, কেন্দ্রীয় যুব লীগের সদস্য অ্যাডভোকেট আরকান, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন, বাজিতপুর উপজেলা পৌর যুব লীগের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, বাজিতপুর উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক যুবায়ের আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এসময় বাজিতপুর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলাম। জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জুর বাসার সঙ্গে আমার বাসা ছিল। তখন বিরোধী দল থাকায় হামলা-মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। সে সময় বিএনপির কেউ আমার বাড়িতে হামলা করার সাহস পায়নি। আজকে যখন আমার দল আওয়ামী লীগ ক্ষমতায় তখন আমার দলের নেতাদের নির্দেশে উপজেলার মাথুরাপুর ও রাবারকান্দি এলাকায় আমার দোকান ও অফিসে হামলা হয়। গত ১৫ বছর ধরে বাজিতপুরকে যারা নেতৃত্ব দিয়ে আসছে তাদের ব্যক্তিগত বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করছে। বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ বিএনপি-জামায়াতের কর্মী দিয়ে গুণ্ডাবাহিনী বানিয়েছেন। তাদের দিয়ে উপজেলার সকল অপরাধ সংঘঠিত করেন। ত্যাগী আওয়ামী লীগের কর্মীদের অপমান অপদস্থ করেন। বাজিতপুর শহরে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এসব অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার পেটুয়া বাহিনী হামলা চালায়। মেয়রের ভাই বর্তমান সংসদ সদস্য হওয়ায় রাজনীতিতে তাদের প্রতিপক্ষ থাকতে পারবে না। প্রতিপক্ষ হওয়ায় বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে মেয়র আনোয়ার হোসেন আশরাফের বাহিনী আমার (শফিকুল ইসলাম) দোকান, গ্যারেজ ও অফিস ভাঙচুর করেছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতেও আঘাত করে। সামনে জাতীয় সংসদ নির্বাচনে নিকলী-বাজিতপুর আসনে আওয়ামী লীগ থেকে অনেকেই মনোনয়নপ্রত্যাশী বর্তমান সংসদ আফজাল হোসেনের বিপরীতে প্রার্থীদের সঙ্গে কাজ করার কারণে হামলা করা হয়েছে। গত রমজান মাসেও এই বাহিনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নুরুন্নবী বাদলের বাসায় গুলি করেছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সধারণ সম্পাদক ফাইজুলের দোকান ও গ্যারেজ ভাঙচুর ও লুটপাট করেছে। উপজেলা ছাত্র লীগের পাঠাগারবিষয়ক সম্পাদক জুবায়ের আহম্মেদের বাড়িতে হামলা করে মোটরসাইকেল নিয়ে যায়, ক্রীড়াবিষয়ক সম্পাদক মিজবা উদ্দিনের বাড়িতে গিয়ে হুমকি দেয়। রাজনৈতিক নেতারা স্বাভাবিকভাবে রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না।

বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করার কারণ কি। তাদের অপরাধ একটাই, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে (নিকলী-বাজিতপুর) বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেনের সঙ্গে না গিয়ে অন্য যারা মনোনয়নপ্রত্যাশী তাদের সঙ্গে মাঠে কাজ করছে। আনোয়ার হোসেন আশরাফ বর্তমান সংসদের ভাই নেতাকর্মীদের প্রতিহত করতে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। বাজিতপুরে এক ব্যক্তির শাসন কায়েম করা হয়েছে। বাজিতপুরের মানুষ এই শাসন থেকে মুক্তি চাই। বর্তমান সংসদ আফজাল হোসেন ও মেয়র আনোয়ার হোসেন আশরাফের নেতৃত্বে বাজিতপুরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ আজ নির্যাতিত-আতিঙ্কিত।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে সকল উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য বলেছেন সেখানে শোকের মাসে আজকে সাংবাদিকদের সামনে দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বলতে হবে তা ভাবতে পারিনি। প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযুক্ত পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাথুরাপুর এলাকায় তার বাড়ির সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় নির্বাচনকে সামনে রেখে সরকারি জমি দখল করে দোকান ও কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল ব্যক্তিগত অফিস নির্মাণ করতে চাই। স্থানীয় লোকজন ও প্রশাসন এতে বাধা দেয়। নির্বাচনকে সামনে রেখে আমার ভাই যেহেতু এমপি ও আবারও এমপি প্রার্থী তাকে কীভাবে প্রতিহত করা যায় সেই জন্য আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

ছবি ভাঙচুরের বিষয়ে বলেন, আমি (আনোয়ার হোসেন আশরাফ) নৌকা মনোনয়ন নিয়ে দুবারের মেয়র আমার ভাই (আফজাল হোসেন) তিনবারের এমপি আমরা কেনো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙতে যাব। নির্বাচনকে সামনে রেখে সরকারি ২/৩ শতাংশ জায়গা দখল করে দোকান ও অফিস নির্মাণ করতে পারলে পরবর্তীতে তারা নিজেদের দাবি করবে। মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সংসদকে ঘায়েল করার জন্য এসব অভিযোগ আনা হয়েছে। তা মিথ্যা ও ভিত্তিহীন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভাঙচুরের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১০

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১১

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১২

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৩

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৪

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৫

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৬

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৭

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৮

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৯

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

২০
X