নিজেদের বার্ষিক মুনাফার অংশ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নামে ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করেছে জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। ২০২৩-২৪ অর্থবছরের মুনাফার অংশ থেকে ০.৫০% হারে এই টাকা দেওয়া হয়।
বুধবার (১৩ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই চেক হস্তান্তর করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই চেক তুলে দেন কোম্পানির বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ও সদস্য এমএ আকমল হোসেন আজাদ।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরত-ই-ইলাহী ও কোম্পানির মহাব্যবস্থাপক (মানবসম্পদ) মো. মাসুদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন