নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

টাকা ফেরত ও এমডিকে গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

টাকা ফেরত ও এমডিকে গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ। ছবি : কালবেলা
টাকা ফেরত ও এমডিকে গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ। ছবি : কালবেলা

নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনে আমানত হিসেবে শত শত কোটি টাকা জমা রেখেছিলেন গ্রাহকরা। হঠাৎ করে গ্রাহকের জমাকৃত টাকা নিয়ে পালিয়ে যায় ওই ফাউন্ডেশনের এমডিসহ সংশ্লিষ্টরা। এতে দিশেহারা হয়ে পড়েন শত শত গ্রাহক। ফলে ফাউন্ডেশনে জমা রাখা শত শত কোটি পাওনা টাকা ফেরত ও প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেপ্তারের দাবিতে নওগাঁ শহরের মুক্তির মোড়ে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন প্রায় ৩ শতাধিক গ্রাহক। এতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে চলাচল ব্যাহত হয়।

অবশেষে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যে প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেপ্তারের আশ্বাস দিলে ভুক্তভোগী গ্রাহকরা সড়ক থেকে চলে যান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানাসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নাজিম উদ্দিন তনু দেশ থেকে যেন পালিয়ে যেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ ছাড়া আমানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা (লাভ) দিতেন। জেলার ১১টি উপজেলায় এ সংস্থার কার্যক্রম রয়েছে। এ সংস্থার সদস্য প্রায় সাড়ে ৫ হাজার। চলতি মাসের প্রথম সপ্তাহে গ্রাহকের টাকা দেওয়ার কথা ছিল। হঠাৎ করে গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৪০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। এরপর থেকে শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এরই মধ্যে গ্রাহকদের পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে। মামলার পর চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

১০

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

১১

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১২

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

১৩

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

১৪

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১৫

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১৬

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১৭

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৮

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৯

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

২০
X