নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাজল রেখা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাজল রেখা। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেনের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাড়ির মালিক প্রবাসীর স্ত্রী কাজল রেখা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বামীর প্রবাস থেকে পাঠানো ও সংসার খরচ থেকে সঞ্চিত টাকা দিয়ে ১৯৯৪ সালে চৌমুহনী পৌরসভার কুরিপাড়ায় আমাদের নিজস্ব ১৩ শতক জায়গার ৪ শতকের ওপর তিনতলা ভবন তৈরি করে বসবাস করে আসছি। ২০০৭ সালে আমার ছেলেমেয়ের পড়া-লেখার জন্য ঢাকা যাওয়ায় তাকে কেয়ারটেকারের দায়িত্ব দিই। কিছুদিন সঠিকভাবে দায়িত্ব পালন করলেও ২০০৯ সাল থেকে বাড়ির ভাড়া আদায় করে আমাকে দেওয়া বন্ধ করে দেয় এবং একপর্যায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বাড়িটি দখল করে নেয়।

পরে নিচ তলায় তিনি এবং দোতলায় আরেক আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন বসবাস শুরু করে। আমি তাকে চাপ প্রয়োগ করলে তিনি আমাকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন হুমকি প্রদান করে। এ ঘটনায় তৎকালীন মেয়র, এমপি এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালীদের কাছে গিয়ে অভিযোগ করেও আমি কোনো সমাধান পাইনি।

নানাভাবে আমাকে চাপ দিয়ে আমার ৬০ থেকে ৭০ লাখ টাকার বাড়ি ৩৫ লাখ টাকা মূল্য নির্ধারণে বাধ্য করে নামমাত্র ৬ লাখ টাকা আমাকে নগদ দিয়ে আর কোনো টাকা দেয় না। পরে কাগজ না করে বাড়ির নাম পরিবর্তন করে আমাকে বলে বাড়ি দখল হয়ে গেছে।

পরে আমি বাড়িতে আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি ভয় পেয়ে আমার ভাতিজিকে ফোন দিয়ে এনে ওই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন আমার ব্যবহারের জিনিসপত্র আলমারিতে রক্ষিত প্রয়োজনীয় কাগজপত্র কিছুই নিতে পারিনি। একপর্যায়ে অনেকটা আশাহত হয়ে হাল ছেড়ে দিই। তার ভয়ে আমি দীর্ঘদিন নোয়াখালীতে আর আসতে পারিনি।

গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রেক্ষাপট পরিবর্তন হলে ওই সন্ত্রাসী পালিয়ে গেলে আমি এসে আমার বাড়ির দলিল, হোল্ডিং, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসবিল পরিশোধসহ সকল কাগজপত্র সংগ্রহ করি। নিচতলা ও তৃতীয়তলা উদ্ধার করলেও দোতলা এখনো উদ্ধার করতে পারিনি।

অভিযোগের বিষয়ে জানতে বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুর হোসেন ওরফে মাটি মাসুদের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

তবে স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর মাটি মাসুদ এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

চোখ-মুখ ঢেকে বন্দির মতো সমুদ্রে ফেলে দেয় ভারত

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

সন্ধ্যা নামলেই পাহাড় থেকে আসছে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে 

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

জুমার খুতবা চলাকালে কথা বলা কি জায়েজ?

চাকরিজীবী থেকে বলিউড নায়িকা, যা বললেন সোহা

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ : ইসি আনোয়ারুল 

১০

আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

১১

দিনে কখন ও কয়টি কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার

১২

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আদালতে

১৩

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

১৪

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

১৫

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

১৬

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

১৭

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

১৮

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

১৯

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

২০
X