সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
মোহাম্মদ শাহিন, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সরঞ্জাম নষ্ট, চিকিৎসাসেবা ব্যাহত

জামালপুরের মাদারগঞ্জ ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা
জামালপুরের মাদারগঞ্জ ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল টেকনোলজিস্ট কর্মরত থাকলেও ডেন্টাল ইউনিটটি গত ৩ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে ব্যাহত হচ্ছে দাঁতের চিকিৎসা, বঞ্চিত হচ্ছে মাদারগঞ্জ উপজেলার প্রান্তিক জনপদের মানুষ।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ডেন্টাল ইউনিট নষ্ট থাকায় শুধু রোগীদের মৌখিক বর্ণনার ভিত্তিতে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) প্রদান করা হচ্ছে।

জানা গেছে, চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসক নেই, মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত হচ্ছে চিকিৎসাসেবা। যন্ত্রপাতি ও চিকিৎসকের অভাবে তারা রোগীদের ডেন্টাল সার্জারি, ফিলিং, রুট ক্যানেল, স্কেলিং করাতে পারছেন না। এতে ব্যাহত হচ্ছে দাঁতের রোগীদের চিকিৎসা কার্যক্রম। পাচ্ছেন না ব্যবস্থাপত্রে উল্লিখিত সরকারি ওষুধও। উপজেলার বিভিন্ন এলাকা থেকে দাঁতের সমস্যা নিয়ে রোগী এলেও ফিরে যেতে হচ্ছে চিকিৎসা ছাড়াই। দূরদূরান্ত থেকে আসা নিম্নমধ্যবিত্ত মানুষ টাকার অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা করাতে পারছেন না। আবার মধ্যবিত্ত শ্রেণির মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে ছুটে চলেছেন শহরের নামিদামি প্রাইভেট হাসপাতালে। এমন চিত্রটি মাদারগঞ্জ উপজেলায় ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের।

কথা হয় উপজেলার বালিজুড়ী ইউনিয়ন থেকে দাঁতের চিকিৎসা নিতে আসা নিম্নমধ্যবিত্ত রাহিমা বেগমের সঙ্গে। তিনি জানান, দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তিনি। টাকা না থাকায় চিকিৎসা করাতে পারেননি। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ওষুধ লিখে বলেছেন বাইরে থেকে কিনতে হবে।

দন্ত বিভাগে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালে দাঁতের চিকিৎসা করতে এসে শুনতে পেলাম ডেন্টাল ইউনিটের প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট।

ডেন্টাল ইউনিট নষ্টের বিষয়ে জানতে চাইলে ডেন্টাল ইউনিটের টেকনোলজিস্ট বলেন, ‘আমি এই হাসপাতালে ১০ বছর ধরে চাকরি করছি। আমাদের এই হাসপাতালে আগে দাঁতের চিকিৎসার জন্য কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু গত করোনার মধ্যে আমাদের হাসপাতালে একটি ডেন্টাল ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের নতুন ভবন নির্মাণের সময় দাঁতের চিকিৎসাসেবায় ব্যবহৃত ইউনিটটি বন্ধ থাকায় এখন নষ্ট হয়ে আছে। শুধু ডেন্টাল ইউনিটের চেয়ার ঠিক আছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি লিখে অবগত করেছি। প্রয়োজনীয় যন্ত্রপাতি ঠিক হলে দাঁতের চিকিৎসাসেবার উন্নতি হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় বলেন, ডেন্টাল ইউনিটের যন্ত্রপাতি নষ্ট কিনা আমার জানা নেই। তবে দন্ত বিভাগে ডাক্তার না থাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ডাক্তার নিয়োগ হলে সব চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, ডেন্টাল সার্জারি, ফিলিং, স্কেলিং করা না গেলেও শিশুদের দাঁত ওঠানো হয়।

ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. সাইফুল ইসলাম জয় বলেন, সরকারি হাসপাতালে যেসব ওষুধ সাপ্লাই আছে তার সব ওষুধ রোগীকে দেওয়া হয়। যেগুলো সাপ্লাই নেই সেই ওষুধগুলো বাইরে থেকে কিনতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১০

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১১

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১২

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৩

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৬

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৭

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৮

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৯

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

২০
X