প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাঁসের সঙ্গে রব্বানীর বন্ধুত্ব!

রাজহাঁসের সঙ্গে রব্বানীর বন্ধুত্বের একটি চিত্র। ছবি : কালবেলা
রাজহাঁসের সঙ্গে রব্বানীর বন্ধুত্বের একটি চিত্র। ছবি : কালবেলা

রাজহাঁসের সঙ্গে মানুষের বন্ধুত্ব। প্রতিদিন হয় কথোপকথন। গতিময় জীবনে যখন মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ক্রমাগত বাড়ছে তখন এমন গল্পে বিশ্বাস রাখা বড্ড কঠিন। আর আবেগের সঙ্গে সম্পর্কটা যখন এক রাজহাঁসের তখন আষাঢ়ে গল্পের তমকা দিতেই ভুলবেন না অনেকেই। তবে রব্বানীর সঙ্গে যে বোদের (হাঁসের নাম) ভাবের আদান-প্রদান হয় অচেনা কোনো এক ভাষায় তার প্রমাণ মিলল বগুড়ার সাবগ্রাম বাসস্ট্যান্ডে এসে।

প্রায় চার বছর ধরে এই রাজহাঁসের সঙ্গে অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠেছে বগুড়া পৌর এলাকার কুরশা মহল্লার পিকআপচালক গোলাম রব্বানীর। ৩ ছেলে ও ১ কন্যার জনক রব্বানী। অভাবের সংসার। নিজেরা যা খায় হাঁসটিও তাই খায়। ওর জন্য বাড়ির কোনো খরচ নেই।

২০২০ সালে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে একজোড়া রাজহাঁস কিনে আনেন তিনি। পরে বাড়িতে এনে একটি হাঁস মারা যায়। তখন একা হয়ে পড়ে অন্য হাঁসটি। তারপর থেকেই বন্ধুত্ব শুরু। রাজহাঁসের সঙ্গে বন্ধুত্ব-ভালোবাসার সম্পর্ক গত চার বছর ধরে। রাজহাঁসটি গোলাম রব্বানীর সঙ্গে অনেকটা একাত্মা হয়ে গেছে। গোলাম রব্বানী যেখানে যান, হাঁসটিও পিছু পিছু ছুটে চলেন সেখানে। পাকা সড়ক ধরে কখনোবা যানজট এড়িয়ে। হাট-বাজার, চা স্টল, দোকানপাট সবত্রই রব্বানীর সঙ্গে চলাফেরা করে রাজহাঁসটি। তবে পথে-ঘাটে কেউ কিছু খেতে দিলে খায় না সে। তবে রব্বানী তাকে পানি খেতে দিলে শুধু পানি খায়।

শুধু তাই নয়, বাড়িতে একা থাকতে না চাইলে রব্বানী তাকে পিকআপ ভাড়া নিয়ে রংপুর রাজশাহী, পঞ্চগড় জামালপুর জেলায় সঙ্গে করে নিয়ে গেছেন। এখনো আত্মীয় বাড়ি বেড়াতে গেলে তাকে কোলে করে সঙ্গে নিয়ে যান। রাজহাঁস এবং মানুষের মধ্যে এমন ভালোবাসা দেখে অভিভূত স্থানীয় লোকজন। তারা বলছেন, এটি বিরল ঘটনা।

বর্তমানে গোলাম রব্বানীর বাড়িতে পুচকি নামে আরও একটি নারী হাঁস আছে। দুজন মিলে বাড়িতে থাকলেও মূলত বোদের সঙ্গে মিতালি তার।

গোলাম রব্বানী বলেন, ‘প্রায় চার বছর আগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে একজোড়া রাজহাঁস কিনেছিলাম। কিছুদিনের মধ্যে নারী হাঁসটি মারা যায়। পরে সঙ্গীহীন হয়ে পড়া পুরুষ হাঁসটি শুধু ডাকাডাকি করত। এক সময় হাঁসটির সঙ্গে আমার ভাব জমে যায়।’

তিনি জানান, হাঁসটি সব সময় তার সঙ্গে থাকতে চায়। তিনি যেখানে যান, হাঁসটিও সেখানে যেতে চায়। বাড়ির বাইরে থেকে ফিরে আসার পর তার কণ্ঠস্বর শুনতে পেলে হাঁসটি দরজার কাছে চলে যায়।

এছাড়া, তাকে দীর্ঘক্ষণ না দেখতে পেলে হাঁসটি ডাকাডাকি করতে থাকে। তখন মুঠোফোনে হাঁসটিকে গোলাম রব্বানীর কথা শোনাতে হয়। ওই পাশ থেকে তিনি হাঁসটিকে থামতে বললে সেটি শান্ত হয়ে যায়।

গোলাম রব্বানী দাবি করেন, তিনি হাঁসটির ভাষা বুঝতে পারেন এবং হাঁসটিও তারা ভাষা বুঝে। আর এই কারণে তিনি হাঁসটির নাম রেখেছেন ‘বোদ’। উদাহরণ দিয়ে তিনি বলেন, হাঁসটি সব সময় আমার সঙ্গে থাকতে চায়। পিকআপ নিয়ে যখন দূরে কোথাও যাই, হাঁসটিও সেখানে যেতে চায়। পরে যখন বুঝিয়ে বলি, না তোমার যাওয়া হবে না, তুমি থাকো, আমি ট্রিপ দিয়ে ফিরে আসব। তখন ও শান্ত হয়ে যায়। তবে তার ধারণা হাঁসটির মধ্যে অলৌকিক কিছু আছে। এদিকে, গোলাম রব্বানীর সঙ্গে রাজহাঁসের এমন ভালোবাসার সম্পর্ক দেখে অভিভূত স্থানীয় লোকজন। তারা বিষয়টি আশ্চর্যজনক বলে মনে করছেন। এর আগে, এমন ঘটনা কখনো দেখেননি বলে জানান।

বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শামীম বলেন, ‘মানুষের সঙ্গে কুকুর ও বিড়ালের গভীর ভালোবাসা মাঝেমধ্যে দেখতে পাওয়া গেলেও রাজহাঁসের সঙ্গে এমন সম্পর্ক বিরল। চার বছর ধরে দেখছি, হাঁসটি তার মালিকের সঙ্গে সাবগ্রামের হাট-বাজারে সর্বত্র ঘোরাফেরা করে। মালিক যেখানে যায়, হাঁসটিও সেখানে যায়। বিষয়টি আমরাও উপভোগ করি।’

সাবগ্রাম বাজারের চা বিক্রেতা ফারুক হোসেন বলেন, আমরা অনেক চেষ্টা করেও কোনো প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। অথচ রব্বানীর পোষ মেনেছে হাঁসটি। এদিকে, গোলাম রব্বানীর সঙ্গে রাজহাঁসের এমন ভালোবাসার সম্পর্ক দেখে অভিভূ‚ত স্থানীয় লোকজন। তারা বিষয়টি আশ্চর্যজনক বলে মনে করছেন। এর আগে এমন ঘটনা কখনো দেখেননি বলে জানান।

গোলাম রব্বানীর স্ত্রী ছোবেদা খাতুন বলেন, আমরা পরিবারের সবাই রাজহাঁসটিকে খাবার দেই। কিন্তু সেটি আমাদের কাছে আসে না। আমার স্বামী যেখানে যায় রাজহাঁসও পেছনে পেছনে চলে যায়। এতে সাংসারিক কাজের কিছুটা ব্যাঘাত ঘটে। তারপরও হাঁসটির এমন ব্যবহারে আমরা সবাই মুগ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপসারণের দাবিতে সড়ক অবরোধ, ভয়ে পালালেন স্বাস্থ্য কর্মকর্তা

সিভাসুতে তিন কর্মকর্তার পদাবনতি

দেশের শত্রুরাই পিআর নির্বাচনের বিরোধিতা করতে পারে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা, দুটিতে লড়বেন ফয়জুল করীম

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

১০

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

১১

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

১২

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

১৩

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

১৪

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১৬

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৭

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

১৮

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১৯

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

২০
X