কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়া সীমান্তে নারীসহ আটক ৫ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে আটক ৫ বাংলাদেশি৷  ছবি : সংগৃহীত
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে আটক ৫ বাংলাদেশি৷ ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি৷ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা এ খবর নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তির বলা হয়, ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটায়িলন।

আটককৃত ব্যক্তিরা হলেন,ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন ধোন্দুগাঁও গ্রামের শ্রী বনোমালী বর্মনের ছেলে মনিরাম বর্মন (৪৫), মনিরাম বর্মনের স্ত্রী শ্রী মতি হিরা রানী বর্মন (২৫), তার ছেলে রিপন বর্মন (২১) ও মেয়ে পাপড়ি রানী বর্মন (১৩) এবং ধোন্দুগাঁও গ্রামের শ্রী বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মন (২১)। তবে মনিরামের মেয়ে পাপড়ি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।

পরে রাতে নারীসহ আটক ওই ৪ জনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় বিজিবি সদস্যরা। থানায় বিজিবির পক্ষে থেকে সীমান্তে অনুপ্রবেশ আইনে জড়িত দালালসহ চারজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি৷

আটককৃতদের কাছ থেকে নগদ বাংলাদেশি ১৪ হাজার ৭০৭ টাকা ও নগদ ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, ৭ ভরি রৌপ্যালংকার ও দুইটি হাত ঘড়ি জব্দ করা হয়। বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে বুধবার পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাঁধা প্রদান করে বিজিবির শুকানী ক্যাম্পে অবগত করেন। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে শুকানী ক্যাম্পে নিয়ে যান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ইমামের মরদেহ 

বড্ড ছোট বয়সে মা হয়েছি: শ্রাবন্তী 

তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল 

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম

ভাঙ্গায় ২ ঘণ্টার সড়ক অবরোধ

এআই শাড়ি ট্রেন্ড / নিজের ছবিকে বলিউডি লুকে রূপ দিন খুব সহজেই!

আরব সম্মেলনের মধ্যে হামলা নিয়ে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু 

১০

হেডফোনে জোরে গান শুনছেন? জেনে নিন কানের ‘নীরব শত্রু’ টাইনিটাস সম্পর্কে

১১

সাংবাদিক শাকিলের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, থানায় জিডি

১২

শেখ হাসিনার বিরুদ্ধে আজও সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান

১৩

‘শুধু আ.লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার’

১৪

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

১৫

কাকে নিয়ে আবেগী বার্তা দিলেন সালমান খান?

১৬

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

১৭

শিশুর চোখ দিয়ে পানি পড়ার কারণ জেনে নিন

১৮

সিদ্ধান্ত পরিবর্তন করলেন সেমন্তি সৌমি

১৯

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প 

২০
X