রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়া সীমান্তে নারীসহ আটক ৫ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে আটক ৫ বাংলাদেশি৷  ছবি : সংগৃহীত
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে আটক ৫ বাংলাদেশি৷ ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি৷ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা এ খবর নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তির বলা হয়, ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটায়িলন।

আটককৃত ব্যক্তিরা হলেন,ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন ধোন্দুগাঁও গ্রামের শ্রী বনোমালী বর্মনের ছেলে মনিরাম বর্মন (৪৫), মনিরাম বর্মনের স্ত্রী শ্রী মতি হিরা রানী বর্মন (২৫), তার ছেলে রিপন বর্মন (২১) ও মেয়ে পাপড়ি রানী বর্মন (১৩) এবং ধোন্দুগাঁও গ্রামের শ্রী বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মন (২১)। তবে মনিরামের মেয়ে পাপড়ি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।

পরে রাতে নারীসহ আটক ওই ৪ জনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় বিজিবি সদস্যরা। থানায় বিজিবির পক্ষে থেকে সীমান্তে অনুপ্রবেশ আইনে জড়িত দালালসহ চারজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি৷

আটককৃতদের কাছ থেকে নগদ বাংলাদেশি ১৪ হাজার ৭০৭ টাকা ও নগদ ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, ৭ ভরি রৌপ্যালংকার ও দুইটি হাত ঘড়ি জব্দ করা হয়। বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে বুধবার পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তিরা। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাঁধা প্রদান করে বিজিবির শুকানী ক্যাম্পে অবগত করেন। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে শুকানী ক্যাম্পে নিয়ে যান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১০

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১১

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১২

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৩

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৪

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৫

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৬

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৭

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৮

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৯

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

২০
X