বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

র‌্যাব পরিচয়ে কলেজছাত্রকে আটকে মুক্তিপণ দাবি, অতঃপর...

কলেজছাত্র ফেরদৌসকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে (বাঁয়ে), কলেজছাত্র ফেরদৌস সরকার (ডানে)। ছবি : কালবেলা
কলেজছাত্র ফেরদৌসকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে (বাঁয়ে), কলেজছাত্র ফেরদৌস সরকার (ডানে)। ছবি : কালবেলা

বগুড়ায় র‍্যাব পরিচয়ে ফেরদৌস সরকার নামে এক কলেজছাত্রকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপহরণকারীদের আটক করতে না পারলেও মুক্তিপণের টাকা নিতে আসা দুই নারীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে অপহৃত কলেজছাত্র ফেরদৌসকে নরসিংদীর মাধবদী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজছাত্র ফেরদৌস সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত হাবিল সরকারের ছেলে। তিনি সরকারি শাহ সুলতান কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী।

পুলিশ গ্রেপ্তার দুই নারীর নাম-পরিচয় প্রকাশ করেননি। তবে তারা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার রাত ২টার দিকে শহরের জহুরুল নগর এলাকায় র‌্যাবের পোশাক পরে ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তি ফেরদৌস সরকারকে পেটাতে পেটাতে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। এরপর তারা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে তিন লাখ টাকা দেন। ফেরদৌসকে র‌্যাব কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী আটক করেনি এটি নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার পর নগদ ও বিকাশ নম্বরে ফাঁদ পেতে অপেক্ষা করে পুলিশ। বিকাশের মাধ্যমে টাকা নিতে আসায় দুই নারীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দীন বলেন, অপহৃত ফেরদৌস এবং আটক দুই নারীকে নিতে বগুড়া জেলা পুলিশের একটি টিম নরসিংদী ও নারায়ণগঞ্জ গিয়েছেন। র‌্যাবের পোশাক পরে এবং র‌্যাব পরিচয়ে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, র‌্যাবের পোশাক পরা ওই ব্যক্তিরা র‌্যাবের কেউ না। তারা সবাই অপহরণকারী দলের সদস্য। আমরাও তাদের ধরতে কাজ শুরু করেছি। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

১০

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

১১

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

১২

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১৩

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১৪

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১৫

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১৬

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৮

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৯

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

২০
X