নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমার ঘটনায় সাদপন্থির তওবা, ভিডিও ভাইরাল

বাঁ থেকে- জুবায়েরপন্থি মাওলানা আব্দুল আউয়াল ও তওবা করা সাদপন্থি আহমদ উল্লাহ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- জুবায়েরপন্থি মাওলানা আব্দুল আউয়াল ও তওবা করা সাদপন্থি আহমদ উল্লাহ। ছবি : সংগৃহীত

ইজতেমার ঘটনায় অনুতপ্ত হয়ে নারায়ণগঞ্জে আহমদ উল্লাহ নামে সাদপন্থি এক মুসল্লি তওবা করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা গেছে।

ওই ভিডিওতে দেখা যায়, টঙ্গী ইজতেমার ময়দানের ঘটনায় অনুতপ্ত হয়ে সাদপন্থি আহমদ উল্লাহ হেফাজত নেতা ও জুবায়েরপন্থি শায়েখ মাওলানা আবদুল আউয়ালের নিকট তওবা করেন। এ সময় ওই সাদপন্থি মুসল্লির পাশে মাওলানা আব্দুল আউয়ালকে দেখা যায়।

ভিডিওতে সাদপন্থি এক মুসল্লিকে বলতে শোনা যায়, ‘আমি আহমদ উল্লাহ। আমার বাড়ি ফতুল্লা সস্তাপুর। আমি গত বুধবার ফজরের নামাজ শেষে ভোরে সেখানে গিয়েছি (গাজীপুর টঙ্গীর বিশ্ব ইজতেমায়)। সেখানে (ইজতেমা ময়দানে সংঘর্ষ) ঘটে যাওয়া ঘটনায় আমি অনুতপ্ত। আমি ভুল করেছি। আমি এখন ওলামাদের সঙ্গে আছি। আমি তওবা করেছি, আমাকে আলেম ওলামাদের সঙ্গে রাইখেন।

ইজতেমার ময়দানে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, আমি সাদপন্থি হলেও কাউকে মারধর করিনি। আমি সড়কের দিকে ছিলাম। আজ থেকে আর সাদপন্থি হয়ে কাজ করবো না। আমার অনেক ভালো ভালো আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আমি আগামীতে ওলামাদের সঙ্গে থাকতে চাই।

এসব কথার প্রতি উত্তরে ভিডিওতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও জুবায়েরপন্থি মাওলানা আব্দুল আউয়াল বলেন, উনি আর সাদপন্থি করবেন না। তিনি না বুঝে এতদিন করেছেন। আল্লাহ যেন তার তওবাকে কবুল করেন। তিনি যেহেতু তওবা করে ফিরে আসছে তিনি এখন থেকে আমাদের ভাই।

এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল কালবেলাকে বলেন, আহমদ উল্লাহ সাদপন্থি। সে ইজতেমার ময়দানে গিয়েছিল। ফলে অনেক লোকজন তাকে পেয়ে আটকে রাখে ও মারধর করতে চেয়েছিল। পরে আমি বিকেল সাড়ে ৩টার দিকে ডিআইটি মসজিদের দিকে গিয়ে তার কাছে জানতে চাই; আপনি এ ধরনের ভুল কেন করলেন। তখন তিনি তওবা করে আমাদের জানায় সে আর সাদপপন্থি কর্মকাণ্ডে থাকবে না। পরে তাকে আমরা নিরাপদে সেখান থেকে সরিয়ে দিয়েছি।

তওবা করে ওই ব্যক্তি কি জুবায়েরপন্থি হিসেবে কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে কিনা -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আর সাদপন্থিদের সঙ্গে নেই সেটা জানিয়েছেন। তবে জুবায়েরপন্থিদের কর্মকাণ্ডে থাকবেন কিনা তা বলেনি।এর আগে, গত বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেক মুসল্লি নিহত ও আহত হয়েছেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১০

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১১

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১২

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৩

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৪

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৫

বিজয় থালাপতি এখন বিপাকে

১৬

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৭

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৮

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৯

সুর নরম আইসিসির

২০
X