কুমিল্লার লাকসামে রেললাইনে উঠে পড়া ছাগল বাঁচাতে গিয়ে মফিজুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের লাকসামের নাওটি এলাকায় ঘটনা ঘটে।
নিহত মফিজুর রহমান পার্শ্ববর্তী আমদুয়ার গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার মাজহারুল ইসলাম বাবলু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় ঐ স্থানে কয়েকটি ছাগল রেললাইনে উঠে পড়ে। ছাগল বাঁচাতে মফিজুর রহমান রেললাইনে উঠে তাড়ানোর সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিজয় এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হন মফিজুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন