ঢাকার সাভারে অভিনব কায়দায় কেকের প্যাকেটে করে এ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সি অ্যান্ড বি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেত্তপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কলিম উদ্দিন।
এ ব্যাপারে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ কালবেলাকে জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন সড়কে ডিউটি প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সি অ্যান্ড বি এলাকায় মাদক বেচাকেনা করছে একটি চক্র। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মামুন নামে এক মাদক কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে কেকের প্যাকেটের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সঙ্গে থাকা সুজন নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
তিনি আরও জানান, মামুনের নামে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। শনিবার সকালে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি তার সঙ্গে পলাতক সুজন নামে অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাদক কারবারিদের আতঙ্ক হিসেবে খ্যাত এসআই হারুন অর রশিদ সাভারে যোগদানের পর থেকে মাদক কারবারিদের দৌরাত্ম কিছুটা কমেছে বলে জানান স্থানীয়রা।
মন্তব্য করুন