ফেনী বড় জামে মসজিদের স্ক্রিনে ভেসে উঠেছে ‘শেখ হাসিনা আবার ফিরবে, জয় বাংলা’। এ নিয়ে তোলপাড় চলছে ফেনীতে। এ ঘটনায় মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, বিপণিবিতানসহ সব বিজ্ঞাপনি বিলবোর্ড পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এলইডি বোর্ডগুলোর মালিকানা ও তথ্য যাচাই শেষে দুয়েকদিনের মধ্যে তা আবার চালু করার নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, জেলার বিভিন্ন স্থান ও উপজেলাগুলো সাঁটানো এলইডি বোর্ডগুলোর মালিকানায় কারা, কারা এটি অপারেট করে, এসব তথ্যগুলো আমাদের জানা দরকার। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য যাচাই শেষে আমরা আবার চালু করার অনুমতি দেব। তাই এ দুয়েকদিন বোর্ডগুলো বন্ধ থাকবে।
এর আগে সোমবার দুপুরে হঠাৎ মসজিদের স্ক্রিনে ভেসে উঠে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লিখা। এরপর বৈষম্যবিরোধী ছাত্রদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক স্থানীয়রা এসে মসজিদের সামনে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে মসজিদের অফিস সহকারী জমির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা কালবেলাকে বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি মসজিদের অ্যাপসটি চালাতেন। অ্যাপসের মাধ্যমে লেখাগুলো স্ক্রিনে ভেসে উঠত। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন