কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের বউকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রাণ গেল শ্বশুরের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলের বউকে অশ্লীল ভাষায় গালাগালের প্রতিবাদ করায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে আহসান নবী নামে এক যুবক।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জিন্দারপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামের মোজাম মণ্ডলের ছেলে। আর ঘাতক আহসান নবী একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আহসান নবী নিহত জাহাঙ্গীরের ছেলে সবুজ মিয়ার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আজ বিকেলে জাহাঙ্গীর ও তার ছেলে আলু ক্ষেতে কাজ করে বাড়ি ফেরার পথে ঘাতক আহসান নবীর সঙ্গে দেখা হয়। এ সময় জাহাঙ্গীরের সামনে ছেলের বউকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন।

এ সময় জাহাঙ্গীর প্রতিবাদ করলে আহসান নবী উত্তেজিত হয়ে কোদাল দিয়ে তার পিঠ ও ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়লে পা দিয়ে বুকে লাথি মারে। ছেলে সবুজ মিয়া বাড়ি থেকে ছুটে এসে ঘাতক আহসান নবীকে থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করে।

প্রতিবেশীরা এগিয়ে এসে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক আহসান নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জাহাঙ্গীরের ছেলে সবুজ মিয়া বলেন, আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করছিল আহসান নবী। একপর্যায়ে আহসান নবী আমার বাবাকে কোদাল দিয়ে আঘাত করে। তখন বাবা মাটিতে পড়ে যায়। এরপর সে আবারও বাবার বুকে পা দিয়ে লাথি মারতে থাকে। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করি। আমার চোখের সামনে ঘাতক আহসান নবী আমার বাবাকে হত্যা করল। আমি এ হত্যার বিচার চাই ও ফাঁসি চাই।

বেলগাড়ি গ্রামের প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, একই পাড়ায় বসবাস করে জাহাঙ্গীর ও আহসান নবী। আমি আগেও শুনেছিলাম আহসান নবী জাহাঙ্গীরের ছেলের বউকে উত্ত্যক্ত করত। আজ এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ জাহাঙ্গীরকে হত্যা করল। এ ঘটনা মেনে নিতে পারছি না। আমি চাই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

কালাই থানার ওসি জাহিদ হোসেন কালবেলাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহসান নবীকে গ্রেপ্তার করে পুলিশি পাহারায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যার আসল তথ্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা শুরু, জরুরি অবস্থা ঘোষণা

সাতক্ষীরায় বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাশে দাঁড়ালেন ভারতেরই তারকারা

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

১০

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

১১

‘৫ ভরি স্বর্ণের দাম ১ কোটি টাকা’

১২

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

১৩

নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৪

নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৫

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ, যা বলল ভারতের ক্রিকেট বোর্ড

১৬

তারেক রহমান মায়ের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন : রিজভী

১৭

ব্যাটারিচালিত রিকশা নিয়ে হতাশার কথা জানালেন উপদেষ্টা

১৮

নতুন বছরের শুরুতেই চাঙ্গা স্বর্ণ-রুপা, ফের বাড়ল দাম

১৯

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত 

২০
X