কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের বউকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় প্রাণ গেল শ্বশুরের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলের বউকে অশ্লীল ভাষায় গালাগালের প্রতিবাদ করায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে আহসান নবী নামে এক যুবক।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জিন্দারপুর ইউনিয়নের বেলগড়িয়া গ্রামের মোজাম মণ্ডলের ছেলে। আর ঘাতক আহসান নবী একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আহসান নবী নিহত জাহাঙ্গীরের ছেলে সবুজ মিয়ার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। আজ বিকেলে জাহাঙ্গীর ও তার ছেলে আলু ক্ষেতে কাজ করে বাড়ি ফেরার পথে ঘাতক আহসান নবীর সঙ্গে দেখা হয়। এ সময় জাহাঙ্গীরের সামনে ছেলের বউকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন।

এ সময় জাহাঙ্গীর প্রতিবাদ করলে আহসান নবী উত্তেজিত হয়ে কোদাল দিয়ে তার পিঠ ও ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়লে পা দিয়ে বুকে লাথি মারে। ছেলে সবুজ মিয়া বাড়ি থেকে ছুটে এসে ঘাতক আহসান নবীকে থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করে।

প্রতিবেশীরা এগিয়ে এসে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক আহসান নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জাহাঙ্গীরের ছেলে সবুজ মিয়া বলেন, আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করছিল আহসান নবী। একপর্যায়ে আহসান নবী আমার বাবাকে কোদাল দিয়ে আঘাত করে। তখন বাবা মাটিতে পড়ে যায়। এরপর সে আবারও বাবার বুকে পা দিয়ে লাথি মারতে থাকে। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করি। আমার চোখের সামনে ঘাতক আহসান নবী আমার বাবাকে হত্যা করল। আমি এ হত্যার বিচার চাই ও ফাঁসি চাই।

বেলগাড়ি গ্রামের প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, একই পাড়ায় বসবাস করে জাহাঙ্গীর ও আহসান নবী। আমি আগেও শুনেছিলাম আহসান নবী জাহাঙ্গীরের ছেলের বউকে উত্ত্যক্ত করত। আজ এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ জাহাঙ্গীরকে হত্যা করল। এ ঘটনা মেনে নিতে পারছি না। আমি চাই ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

কালাই থানার ওসি জাহিদ হোসেন কালবেলাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহসান নবীকে গ্রেপ্তার করে পুলিশি পাহারায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হত্যার আসল তথ্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

দুই শিক্ষার্থীসহ ৪ প্রাণ কাড়া দুই যানে ছিল না ফিটনেস

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে ইসকন

স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন আমিনুল হক

কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

১০

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

১১

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

১২

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

১৩

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

১৪

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

১৫

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

১৬

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

১৭

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

১৮

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১৯

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

২০
X