গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

অনৈতিক কাজে বাধা দেওয়ায় স্ত্রীকে অ্যাসিড মেরে হত্যা

লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি : সংগৃহীত
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় অনৈতিক কাজে বাধা দেওয়ায় স্ত্রীকে অ্যাসিড মেরে হত্যার অভিযোগ উঠেছে রুবেল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের চেংমারী চওরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম- মারুফা আক্তার নিশি (২৫)। তিনি চেংমারী চওরাপাড়া এলাকার রুবেল মিয়ার (৩২) স্ত্রী।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই রুবেল মাদক চোরাচালান, জাল টাকা এবং বহিরাগত নারীদের দিয়ে দেহ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। স্ত্রী এসব কাজে বাধা দেওয়ায় তার ওপরে অমানুষিক নির্যাতন চলে। নির্যাতন সহ্য করতে না পেরে প্রায়ই রাগ করে বাবার বাসায় চলে যেতেন নিশি। এসব কাজে রুবেলের বাবা-মা প্রতিবাদ করলে তাদেরও মারধর করত।

এক পর্যায়ে গত ২৬ ডিসেম্বর রাতে রুবেল তার স্ত্রী নিশির গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন। গুরুতর আহত অবস্থায় রুবেলের পরিবার নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। গত ৪ জানুয়ারি নিশিকে হাসপাতাল থেকে নিয়ে আসে রুবেল ও তার পরিবারের সদস্যরা। সোমবার রাত দেড়টার দিকে শ্বশুরবাড়িতে মারা যান নিশি।

স্থানীয়রা অভিযোগ করে আরও বলেন, বিষয়টি রাতেই ধামাচাপা দিতে রুবেল ঘরে থাকা একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। পরে তার স্ত্রী আগুনে পুড়ে মারা যাওয়ার মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়।

নিহতের বাবা মোহাম্মাদ আলী বলেন, সোমবার রুবেলের চাচাতো ভাই ফুল মিয়া আমি ও আমার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই নেয়। আমি এবং আমার স্ত্রীকে বলেছিল, আমার মেয়ের নাকি একটা বড় ধরনের অপারেশন করাতে হবে। মঙ্গলবার সকালে শুনতেছি আমার মেয়ে মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই।

রুবেলের বোন রেজওয়ানা বেগম বলেন, ভাবী নিশি ২৬ ডিসেম্বর রাত ১০টায় নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছে। সাড়ে ১০টায় আমরা রংপুর মেডিকেলে ভর্তি করাই। চিকিৎসকের পরামর্শে আমরা ঢাকায় নিয়ে যাই।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান কালবেলাকে বলেন, লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই : আইজিপি

পুলিশের মনোভাব আগের চেয়ে বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কারখানায় অক্সিজেন সংকটে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

রাসেলকে ছেড়ে দিল কলকাতা

মাঝে মাঝেই পা ফুলছে, কখন বুঝবেন শরীর বিপদের সংকেত দিচ্ছে?

স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

জাদেজার ঘূর্ণিতে ভারতের নিয়ন্ত্রণে কলকাতা টেস্ট

জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন কৃতিত্বের সনদপত্র

ফ্যাসিস্ট আমলে বিসিকে যারা প্লট নিয়েছে তা বাতিল করা হবে : শিল্প উপদেষ্টা

নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য

১০

মর্গ থেকে অলৌকিকভাবে জীবিত ফিরে এলো কিশোরী

১১

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৭৬ মামলা

১২

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলি

১৩

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৪

নির্বাচনের সময় দেশজুড়ে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

১৫

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

১৬

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন / তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১৭

তাইওয়ান ইস্যুতে উত্তেজনা, জাপান ভ্রমণে সতর্কতা জারি করল চীন

১৮

সালাহউদ্দিন আহমদ / ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি

১৯

শেষ হলো খতমে নবুওয়ত সম্মেলন, নতুন ৪ কর্মসূচি ঘোষণা

২০
X