শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নদী দখল করে ব্যবসায়ী নেতার কারখানা নির্মাণ

ব্যবসায়ী নেতার নদী দখলের চিত্র, ইনসেটে হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। ছবি : কালবেলা
ব্যবসায়ী নেতার নদী দখলের চিত্র, ইনসেটে হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। ছবি : কালবেলা

প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে নদী দখল সম্ভবত বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশ গোটা বিশ্বে সম্ভবত একমাত্র আশ্চর্যজনক উদাহরণ, যেখানে দেশের জাতীয় সম্পদ নদীগুলোর একাংশ ভরাট করে স্রেফ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হচ্ছে। আর এসব জমি কেবল প্রভাবশালীরা ভোগ করতে পারে ।

সাতক্ষীরা শহরের অদূরে বীনেরপোতা এলাকা। যেখান দিয়ে প্রবাহিত হয়েছে বেতনা নদী। বেতনার দুই ধারে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা। রাস্তার একপাশে মৃত প্রায় বেদনা নদী, অপর পাশে নির্মাণ করা হচ্ছে ব্যবসায়ী নেতার প্রায় ৫০ কোটি টাকার কারখানা। আর প্রকাশ্যে নদী দখল করে কারখানা নির্মাণের মহাকর্মযজ্ঞ চললেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন।

তবে ওই ব্যবসায়ী নেতার দাবি- তিনি রেকর্ডভুক্ত জমিতে কারখানা নির্মাণ করছেন।

অভিযোগ রয়েছে, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান নদীর জায়গা দখল করে নির্মাণ করছে হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর ভেতরে প্রায় ১৫ বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে কয়েকটি কারখানা। যেখানে এরইমধ্যে নির্মাণাধীন রয়েছে বেকারি, অয়েল ও মসলা তৈরির কারখানা। এর মধ্যে বেকারি এবং মসলার কারখানা তৈরির কাজ প্রায় শেষ দিকে।

স্থানীয় বাসিন্দা মমিনুর রহমান বলেন, এ নদীতে আগে স্টিমার চলত। নদীতে বড় বড় ঢেউ দেখতাম। জেলেরা মাছ ধরত। এখন সেই নদী দখল করে কারখানা নির্মাণ করছে। প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ভয়ে নদী দখলের বিরুদ্ধে কথা বলতে পারি না। পানি সরবরাহ না থাকায় কৃষি জমিতে ফসল হচ্ছে না, বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বছরের ৩ থেকে ৪ মাস পানিতে তলিয়ে থাকে ঘরবাড়ি। আমরা চাই নদী অবমুক্ত করা হোক, দখল উচ্ছেদ করা হোক।

এদিকে কারখানার কোলঘেষে ছোট্ট কুড়েঘরে বসবাস করেন বৃদ্ধা ভূমিহীন আলেয়া বেগম। আলেয়া বেগম জানিয়েছেন, সরকারি জায়গা ভূমিহীনদের অধিকার। কিন্তু ভূমিহীনরা সরকারি জমি পাচ্ছে না। সব বিত্তবান দখল করে নিচ্ছে। নদী দখল করে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করছে।

স্থানীয় বাসিন্দা রাখাল মণ্ডল বলেন, এ বেতনা নদীতে একসময় স্টিমার চলত। নদীতে মাছ ধরত। বড় বড় ট্রলার ভিড়ত। কিন্তু নদী দখলের ফলে নদীর যৌবন হারিয়ে গেছে। দুপাশ দখল করে প্রভাবশালীরা স্থাপনা নির্মাণ করেছে। তিনি নদী দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

সমাজকর্মী জহুর হোসেন বলেন, নদী দখল করে তিন-চার তলা ফ্যাক্টরি করেছে অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে যদি নদী দখল হতে থাকে তাহলে একসময় বাংলাদেশে নদীই থাকবে না।

এসব বিষয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান বলেন, ‘নদী দখল করে কারখানা নির্মাণের অভিযোগটি সত্য নয়। আমরা যে স্থাপনা নির্মাণ করেছি সেটি রেকর্ডভুক্ত জমি। ওখানে আমাদের ৮ বিঘা রেকর্ডীয় জায়গা, কিছুটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা আছে যেখানে আমরা কাজ বন্ধ রেখেছি।’

সাতক্ষীরার জেলা প্রশাসক মোশতাক আহমেদ বলেন, ‘পরিবেশ উপদেষ্টার নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে জেলা প্রশাসন। বিনেরপোতা এলাকায় নদীর জায়গায় নির্মাণাধীন হাসান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার বিষয়টি আমাদের নজরে এসেছে। এরই মধ্যে এডিসি রেভিনিউকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সরেজমিনে নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১০

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১১

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১২

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৩

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৪

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৫

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৬

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৭

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৮

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৯

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

২০
X