বরগুনার পাথরঘাটায় একটি বরফ তৈরির ফ্যাক্টরি থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে পাথরঘাটার রুহিতা এলাকার বরফ তৈরির ওই ফ্যাক্টরি থেকে সাপটি উদ্ধার করেন পাথরঘাটা বন সুরক্ষা কমিটির সদস্য ও বন্যপ্রাণীপ্রেমী জাকির হোসেন মুন্সি।
জাকির হোসেন মুন্সি জানান, রুহিতা এলাকার একটি বরফ তৈরির ফ্যাক্টরিতে একটি ককসিটের মধ্যে সকালে ১৩ ফুট লম্বা ওই সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে আমাকে জানালে আমি অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেই।
এ বিষয়ে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, টেংরা বনাঞ্চলের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান স্থানীয় গণ্যমান্যদের নিয়ে উদ্ধারকৃত সাপটি বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের টেংরা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছেন।
তিনি আরও বলেন, কয়েকদিন ভারি বৃষ্টি হয়েছিল, সাপটি হয়তো বন থেকে ভেসে উপকূলে চলে আসছিল।
মন্তব্য করুন