কুমিল্লা একটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। আজ বুধবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের মো. মজনু মিয়া এবং কবির মিয়া।
বাদীপক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া জানান, ২০১০ সালের ১৮ জুলাই বিকেলে হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আবদুল করিমকে (৪৫) তার নিজ বাড়ি থেকে নিয়ে হত্যা করা হয়। এর চার দিন পর ২ আগস্ট দুপুরে তার মরদেহ হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে পুলিশ উদ্বার করে। পরে নিহতের ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় রায়ে দুজনকে মৃত্যদণ্ডাদেশ দেন।
মন্তব্য করুন